ভাবনার বনসাই: এক-শো ছত্রিশ

১. আমার কোন‌ও দোষ ছিল না,
অথচ আমার রায়টা লিখতে গিয়েই জজ সাহেবের কলম ভাঙল!




২. খাতা-কলম দিয়ে সারাজীবন পড়ে লিখে এখন দেখছি,
আসল পড়াশোনা করতে কারুর কখনও খাতা-কলমের প্রয়োজন‌ই হয়নি!




৩. ছেলেবেলায় আমি দুপুরের পরে খেলতাম,
আর এখন চোখ বুজে ঘুমাই।




৪. আমি একসময় খেতে পেতাম না,
আজ আমার বাসার সাদা কুকুরটা টকদই খায়।




৫. ঘৃণা করতে শেখার পরে বুঝলাম,
ভালোবাসা কী জিনিস!




৬. কথা বললে বলা হয় না,
কথা বলতে হয় চুপ থেকে।




৭. আমি বেঁচে থাকার যুদ্ধ করছি না,
মরে যাবার সাধনা করছি।




৮. ঈশ্বর জানেন, তুমি আমার কে হও;
আর আমি জানি, আমি তোমার কে হই!




৯. আমাকে ছুড়ে ফেললে কিন্তু
হাতের কাছে আর কিছুই পাবে না ছুড়ে ফেলতে।




১০. তুমি করলে পুজো হয়,
আর আমি করলেই হয় খুন!




১১. আমিই তোমায় বেশি ভালোবাসি, ধরেই দেখো না বাজি!
এই দফায় তুমি জিতে গেলে আমি জানটা দিয়ে দিতেও রাজি!




১২. বেঁচে থেকে থেকে ক্লান্ত ভীষণ, আসলে বাঁচার নামই তো মরা, 
ভালোবাসার নামে রাখলে জীবন বাজি আজীবনের নামে ধরা!




১৩. সেদিন নাহয় নয়টা-পাঁচটা'র রুটিন থেকে একটু ছুটি নিয়ো?
শাড়ি নয়, গয়নাও নয়, সাদা থানে মোড়ানো ওই লাশটা দেখে যেয়ো?




১৪. মিথ্যেই যখন বলবে, তবে চোখগুলো ফিরিয়ে রেখো,
তোমার চোখজোড়া না হয় সব সত্য উগরে দেবে, আমি বলে দিলাম, দেখো!




১৫. তোমাকে আমার হয়তো প্রয়োজন হবে না আর,
বরং আমাকেই তোমার প্রয়োজন হবে বার বার!
Content Protection by DMCA.com