লেখার ইচ্ছে

খুবই জরুরি কিছু-একটা নিয়ে আমি কিছু লিখতে চাই।
সেই লেখাটি হবে আমার নিজের এবং বাকি সবার জন্য।
কিন্তু আমি যে কী লিখব, তা নিজেই জানি না।

আমার অতিআকাঙ্ক্ষা আমাকে বরাবরই নিরুৎসাহিত করে দেয়।
আমি লিখতে চাই, কিন্তু কী লিখব এবং কীভাবে লিখব, তার কিছুই আমি জানি না।
জানি না বলেই আমি এমন কষ্ট পাচ্ছি...
আবার এ-ও হতে পারে, এতটা কষ্ট না পেলেও আমার চলত।
জীবন কেটে যায় ঠিকই...এমনকী কষ্ট না পেলেও!

স্বপ্ন দেখেই-বা কী হয়! যা হবার, তা-ই তো হয়!
তার চাইতে বরং সেইসব লিখে যাই...
যা লিখতে ভালো লাগে,
যা ঘটে চলেছে চারিদিকে,
যা লিখে ফেলা যায় লিখতে না জেনেই!