রাজার গপ্পো

এক যে ছিল রাজা,
সে খেতে চাইল গাঁজা।
হাতে ধরিয়ে দিয়ে বাদামভাজা,
বললাম, কেমন দিলাম সাজা?




রাজা রেগে গেল ভারি,
দিল আমার সঙ্গে আড়ি।
রাজার স্বর্ণ ভূরি ভূরি, তবু
কিপটেমিতে মেলে না জুড়ি!




কী-একটা ওই রাজার নাম,
করে আজাইরা সব কাম।
পায়ে ফেলে মাথার ঘাম,
চিঠির তৈরি করল খাম।
সে এক ভুঁড়িওয়ালা রাজা,
তার কাজ‌ই বাসন মাজা!
যেই খেতে চাইল তিলের খাজা,
সেই ভেঙে দিলাম তার মাজা।




মাজাভাঙা রাজা হায় কুঁ কুঁ করে,
বলে, ও বাবা, গেলাম এবার মরে!
মলে দিলাম তার কানটা ধরে,
বেচারা চেঁচায় ভীষণ জোরে!




ব্যাটা রাজা একটা বুড়া,
বসে পান করে খালি সুরা!
সুরায় মেশায় লংকার গুঁড়া,
রাজার হাড্ডি করব ঝুরা!