যে ফুলের নেই স্বীকৃতি

এককোণে পড়ে থাকতে থাকতে যে একদিন হারিয়ে যায়, দেয়ালে যার পিঠ ঠেকতে ঠেকতে যে একদিন দেয়ালেই যায় মিশে...
তার খোঁজ কেউ রাখে কি আদৌ? চলে গেলেও সে, অশ্রুপাত হয় কি কার‌ও?

বলো, কোথায় আছে লেখা, মানুষকে বাঁচতে হয় কীভাবে... কী নিয়ে কখনও কিছু ভাবতে নেই... কোথায় সেই নিয়মখাতা, যা নেই আমার‌ই কেবল?

আমি ক্ষয়ে যাচ্ছি... ধীরে ধীরে একটা মানুষ ‘নেই’ হয়ে যাচ্ছে... অথচ এতে কার‌ও কিছু এসে যাচ্ছে না... একটা ফুল সামান্য রৌদ্রের অভাবে মরে যাচ্ছে... অথচ ফুলটাকে কেউ ফুল‌ই ভাবছে না...

আমার হঠাৎ করেই খুব মন চাইছে... কেউ আমাকে রাখুক, ভুল করে হলেও থাকতে বলুক... আমার জন্য কোথাও একটু শূন্যতা অনুভূত হোক!
Content Protection by DMCA.com