ভালোবাসা এক ঘরের মতো

ভালোবাসা সেই গাছের মতন, 
যে গাছটা নেই কোথাও, 
তবু যার ছায়ায় আমি বেঁচে আছি।

ভালোবাসা আমার অদেখা সেই নরম দু-ঠোঁট, 
যার চুম্বনের ক্ষত আমি আজ‌ও বয়ে চলেছি।

ভালোবাসা খুব চেনা সেই দু-চোখের মায়া, 
যে চোখের কায়া আজ‌ও দেখিনি চোখে।

ভালোবাসা সেই দুটি হাত, 
যা আমার হাত জড়িয়ে রাখে... সেই দু-বাহু, 
যেখানে ফিরলে ঘরের মতো লাগে।

ভালোবাসা আমার সেই আশ্চর্য শূন্যতা, 
যার জন্ম দিয়েছি আমিই, 
যদিও তার পূর্বাপর জানি না কিছুই।