যার যা সাজে

মেঘের ডাকে যে সিংহ করে গর্জন,
শেয়াল চেঁচালে সে গর্জে কি তখন?




বর্ষায় ব্যাঙের দল যখন করে ডাকাডাকি,
ভুল করেও কোকিল তখন গলা সাধে কি?




যেখানে বক্তৃতা ছাড়ে বর্বরের দল,
সেখানে ভদ্রলোকের মৌন‌ই মঙ্গল।




রক্তে-মাংসে-হাড়ে-চামড়ায় মানুষ সবাই অভিন্ন,
বসন্ত না এলে, রঙে কাক কোকিল বলেই গণ্য!




সুমিষ্ট আমের রস‌ও কোকিল চুপচাপ খায়,
ব্যাং ওদিকে কাদা খেয়েই আকাশ ফাটায়!




রুইমাছ গভীর জলের, তবু নিঃশব্দে যায়,
পুঁটি বেচারা অল্প জলেই সমানে লাফায়!




কাকের ঠোঁটে স্বর্ণহার, যদি তার মুক্তাও পায়ে রয়,
পালকে শোভুক হীরাপান্না, রাজহংস সে তবু নয়।




গুণীই গুণীর গুণ চেনে এ ভুবনে,
নির্গুণে গুণীর গুণ চিনবে কেমনে?
কোকিলেই জানে ভালো বসন্তের রস,
সে রস বুঝবে কী-বা নির্বোধ বায়স?
হাতিই বোঝে ভালো, সিংহের কী বল,
অত বলের পায় কি খোঁজ ইঁদুরের দল?
Content Protection by DMCA.com