যাই যদি…

আমি কি একটু ফোন করতে পারি তোমাকে, এমনিই… জাস্ট একটা হ্যালো শুনতে?
একটুখানি?
এক বার?
আচ্ছা... থাক!
 
মাঝেমধ্যে মনেই থাকে না তোমার ব্যস্ততার কথা।
আমরা কি আরেকটু কাছে আসতে পারতাম না?
শেষ একটা বার?
আমার আত্মায় যে অসীম তৃষ্ণা, সে তৃষ্ণায় আমি মরে যাচ্ছি ছটফট করতে করতে… কী করে বোঝাই, প্রিয়?
 
খুব বেঁচে গেলে মনে হচ্ছে...
শান্তি কি তুমি একেই বলো?
... আমার এভাবে চলে যাওয়াকে?
 
যাই যদি,
আর ফিরব না বরাবরের মতন।
অভিমান না করলে ভাঙাবে আর কী?
যাও, তোমার সময় বাঁচিয়ে দিলাম!
আমাকে মনে মনে ধন্যবাদ দিয়ো, কেমন?