যার যা খোঁজ

: কী খুঁজে চলো সারাক্ষণই অমন করে?
: শরীর, শুধুই শরীর।




: কী খুঁজে চলো সারাক্ষণই অমন করে?
: ভালোবাসা, শুধুই ভালোবাসা।




: শরীর পেতে কী করো?
: তৃপ্তি চেয়ে বসি, কিংবা ভালোবাসা দিয়ে বসি।




: ভালোবাসা পেতে কী করো?
: মন চেয়ে বসি, কিংবা শরীর দিয়ে বসি।




: তৃষ্ণা মিটল কি শরীরের?
: তৃষ্ণার্ত হয়ে থাকাই বোধ হয় কপালে লেখা!




: তৃষ্ণা মিটল কি ভালোবাসার?
: তৃষ্ণার্ত হয়ে থাকাই বোধ হয় কপালে লেখা!




শরীর-শিকারি শরীর পেয়ে হাসে।
ভালোবাসা-ভিখারি ভালোবাসা পেয়ে হাসে।
এইসব দেখে বিধাতা মিটিমিটি হাসে।