যখন কথা বলাই পাপ

আজ রাতে যা-ই ঘটুক, মনে রেখে দেবো।
তোমাকে বুকের ভেতরে লুকিয়ে রেখে কীভাবে ঘুমাই,
কীভাবে তুমি এসে অশ্রু মোছো...সব...সব!




তবু বলতে পারি না কিছুই...
আমি যা-ই বলি,
তা-ই যে পাপ হয়ে যায়।




যখন তুমি জানতে চাও এটা-ওটা,
খুব সহজেই বলে ফেলি, জানি না।
বলব‌ই-বা কেন,
যদি বলার অর্থ‌ই হয় পাপ!




এখন যা-কিছু সঙ্গে নিয়ে বেঁচে আছি,
তার নাম শব্দহীনতা।
যখন কণ্ঠস্বর হয়ে ওঠে নিপুণ মারণাস্ত্র,
ঠোঁটে কোণে লেপটে থাকে
কেবলই পাপপ্রসূত শব্দমিছিল,
তখন পাপের সুখ পায়ে ঠেলার নাম‌ই যে জীবন!
Content Protection by DMCA.com