ভালোবাসায়... কখনও কোথাও যেতে চাইতে নেই, কখনও কোথাও থাকতে চাইতে নেই, কখনও কিছু পেতে চাইতে নেই, কখনও কিছু হারাতে চাইতে নেই। ভালোবাসা চাওয়া কিংবা পাওয়ার কোনও শর্ত নয়। ভালোবাসা কেবলই এক মোলায়েম স্পর্শে ভেসে যাওয়া... আটকে গেলে বা আটকে রাখলে ভালোবাসায় মানুষ এসে যায়, এসে নিজের অস্তিত্ব বিপন্ন করে দিয়ে... ফের চলে যায়। যার কেউ নেই, সে একা নয়। যার কেউ চলে গেছে, সে-ই একা। ভালোবাসায় কখনও একা হতে নেই। হৃদয়ের সাথে আন্তরিক কথোপকথনে এক হৃদয়ই লাগে, মানুষ লাগে না। মানুষ এলে অদৃশ্য এক দেয়াল ওঠে... নিজের ও হৃদয়ের ঠিক মাঝখানে।