মৃত্যু


আহা, সব কিছু যদি আবার শুরু করতে পারতাম!
যদি ঠিক সেই সময়টাতে ফিরতে পারতাম, যেখানে আমরা ভালো ছিলাম!
যদি আগেই জেনে যেতাম, এভাবেই একদিন সব কিছু শেষ হবে!


যদি আরও একটু কম ভুল করতাম!
যদি তোমার কাছে ছুটে যেতে পারতাম!
তুমি একদিন আর থাকবে না জেনে যদি আরও একটু বেশি ভালোবাসতে পারতাম!
যদি তোমায় আরও একটু বুঝতাম!
যদি তোমায় আরও একটু অল্প কষ্ট দিতাম!


যদি আরও অনেকটুকু রক্তাক্ত হয়ে হলেও...
আজ তোমায় বাঁচিয়ে রাখতে পারতাম,
আমার জীবনের সবটা দিয়ে তোমায় আঁকড়ে ধরতে পারতাম...!
Content Protection by DMCA.com