মুক্তি

: আমায় ভালোবাসো কতখানি?
: তোমার অভিধানে উপেক্ষা যতখানি।
: এতটাও নিশ্চয়ই উপেক্ষা করিনি আমি!
: তোমার অবহেলা, উপেক্ষা সবই আমার কাছে দামি!
: কষ্ট দিয়ে দিয়ে কথা বলতে খুব বুঝি মজা?
: তোমার চেয়ে নিজেকে কষ্ট দেওয়াটাই বেশি সোজা!
: জীবনটা শেষ করেই দিলে তবে?
: শুরুই করিনি, শেষটা তো এখনি শুরু হবে!
: আমার দোষে নিজেকেই পুড়িয়ে দিলে?
: একসাথেই পুড়তাম, তুমিই পালিয়ে গেলে!
: এখনো এত কাটা-কাটা কথা?
: এগুলো তো আমার স্বস্তিদায়ক ব্যথা!
: নিজেকে এভাবে শেষ করে দিয়ো না।
: তোমার কাছে ফিরব না, চাপ তাই নিয়ো না।
: আমি কিন্তু সে কথা বলিনি।
: অভিমানের ঝুলিটা আমিও তো খুলিনি।
: কী লাভ হবে শুধু শুধু অতীত খুঁড়ে?
: লাভের হিসেব করবেই যখন, আমাকে তবে মারোই না ছুড়ে!
: যাও, লক্ষ্মীমেয়ের মতন লাল শাড়ি পরে সংসার শুরু করো।
: এসব কথার ধার ধারি না, অন্য কথা ধরো।
: নিজের সুখ তো পাগলেও বোঝে।
: সুখ না, পাগল শান্তিই শুধু খোঁজে।
: তোমার সাথে কথায় পারি না, কী সব খোঁড়া যুক্তি!
: হা হা হা… ভয় নেই, চলে যাচ্ছি। এই নাও তবে মুক্তি!