মাতৃস্তব

মায়ের চরণ-পরশে ধরায়
আলোর কমল ফুটল রে,
যুগের আঁধার টুটল রে,
প্রাণের আঁধার ছুটল রে।




মায়ের নূতন হাওয়া লেগে
নূতন জগৎ উঠল জেগে,
বিশ্বমায়ের চরণতলে
দানবত্ব আজ লুটল রে,
আলোর কমল ফুটল রে।




নূতন যুগের নূতন ধারায়
হৃদয় মেলো মায়ের পানে,
আঁধারভাঙা আলোর ডাকে
জাগো মায়ের জয়গানে।




মায়ের অভয় শরণ-মাঝে
দিব্যজীবন নিত্য বাজে,
মায়ের অমল আশিসসুধায়
কালের তৃষা মিটল রে।
মায়ের অমৃত চরণতলে
যত জ্যোতির শিশু জুটল রে,
আলোর কমল ফুটল রে।