ভাবনার বনসাই: এক-শো পঞ্চান্ন

১. শাস্তি পেয়েছি যত‌ই,
ক্ষমা করতে শিখেছি তত‌ই।




২. এতদিনের পরিচয়,
তবু প্রতিদিনই নতুন নতুন পরিচয়!




৩. লোকটা কী গরিব! কী গরিব!
এক টাকা বাদে আর কিচ্ছু নেই!




৪. সুন্দর পোশাক
এই গায়ে
মরার আগেই
জায়গা পাক!




৫. কেউ প্রেমে পড়ে,
কেউ প্রেম করে।




৬. : কী রঙে প্রিয়াকে আঁকো?
: বরং জিজ্ঞেস করো, কী রঙে প্রিয়াকে আঁকি না!




৭. এই দৃষ্টি থেকে
তুমি আবার সরলে কবে?
আমি তোমায় সরালেই তো তবে!




৮. প্রার্থনায় বসেও তোমার কথা ভাবি!
এই ভাবনাই কি আমার প্রার্থনা তাহলে?




৯. জীবন ছুটিতে,
তাই মৃত্যুর নেই অবসর!




১০. তীরে বসে মদ গেলে;
দেখে না দেখেও...
পেরোয় তরী পাল মেলে।




১১. সময়ের চোখে
চোখ রেখে
পেরোয় সময়
সময় মেপে।




১২. একাকিত্বের সঙ্গে যার সখ্য;
নগর তাকেই শুধোয় তবু...
তুমি কোন পক্ষ?




১৩. সুরা ফুরোলে পরে
ভাঙা সুরাপাত্র‌ই কেবল পড়ে থাকে;
তখন শত ডাকলেও
ফেরে না সাকি ভুল করেও!




১৪. প্রিয়, হৃদয় থেকে দুঃখ ঝেড়ে ফেলো,
যাতে তোমার অবচেতনেও
আমার ভালোবাসা না হয় প্রত্যাখ্যাত!




১৫. যখন প্রদীপ জ্বলে ভয়ে ভয়ে,
তখন হাওয়া বয় রয়ে-সয়ে।




১৬. মনে যখন সারল্য নেই,
তখন বাহবা কুড়োতে সারল্য কীসের?




১৭. আমার দুঃখ দেখে
যদি সরাও দূরে,
তবে আমায় ভালোবাসো
কোন সে সুরে?




১৮. এই দিনটা আসবে বুঝলে
সেই দিন কি আনতাম ভুলেও?




১৯. তুমি আছ বলেই
জীবন সুন্দর!
তুমি না থাকলে
আয়ুই তো হতো অর্থহীন!




২০. সেই মনকে আমার কেমনে বোঝাই,
যে মন জেনে গেছে
সে তোমার মন পায়নি!