১. যার পৃথিবী যত ছোটো, তার সুখ তত বড়ো।
২. যার যা বিশ্বাস, তার তা পৃথিবী।
৩. : তুমি জানো, আমি কে!? : হ্যাঁ, জানি। আপনি ফেইসবুকিং করেন।
৪. সময় পাবার আগে সময়ের দাম মেটাও।
৫. কুত্তা সবসময়ই দূর থেকেই চেঁচায়।
৬. বেকার মানুষ, বিজি অনেক!
৭. যার রক্তেই বেকারত্ব, হাতে সময় থাকলে সে যতটা কাজ খোঁজে, ততোধিক প্রেম করে।
৮. চাকরি না পেয়ে সে এখন চাকরিবিরোধী কবিতা লেখে।
৯. যার পাঁচ মিনিট তোমার চব্বিশ ঘণ্টার চেয়েও দামি, তার কাছ থেকে অকারণে পাঁচ সেকেন্ডেরও প্রত্যাশা রেখো না।
১০. বিনা মূল্যের যা-কিছু, যথার্থ মূল্য না মিটিয়ে তার কিছুই যায় না পাওয়া।
১১. ব্যস্ত লোকের কাছ থেকে, যেখানে ওদের স্বার্থ নেই, সেখানে সময় না চেয়ে অর্থ চাইলে ওরা বিরক্ত কম হয়।
১২. কীসের সমবণ্টন? দুনিয়াতে আসার সময়ই তো দু-ভাই দু-ভাবে এসেছেন: একজন নরমালে, আরেকজন সিজারে!
১৩. পৃথিবীতে যতই কষ্ট নামুক, ফুল তবু ফুটবেই!
১৪. অকারণেই ফোটে কোন ফুলটা? অকারণেই গায় কোন পাখিটা? অভ্যাস কিংবা কারণ তো লাগেই!
১৫. অপরিচিত কারও সঙ্গে গল্প করতে চাইলে বেকার কাউকে খুঁজে নাও, কিংবা তার পছন্দ জেনে নাও।
১৬. তুমি কি মন থেকেই সৎ? না কি এখনও সুযোগ পাওনি?
১৭. পাখিরা কেউই এল না, বৃষ্টি এল।
কাকতাড়ুয়া কাঁদছে।
১৮. এই ঠান্ডায়ও এত শীতল আছ কী করে?!
১৯. প্রার্থনালয় থেকে বেরিয়ে দুই ডাকাত নিজেদের মধ্যে তর্কে লিপ্ত হলো ঈশ্বরের অস্তিত্ব নিয়ে।
২০. : বৃষ্টি নামলে জানালা বন্ধ করে রাখো যে? বৃষ্টির ভয়ে? : না গো, নিজের কামনার ভয়ে!