ভাবনার বনসাই: এক-শো ছিয়াত্তর

১. যাকে ভালোবাসি, কখনও কখনও,
তার কাছে ক্ষমা চাওয়ার মানে
এমন ভুল স্বীকার করে নেওয়া,
যে ভুলটা আমি করিইনি।




২. মুক্ত হাওয়ার পক্ষে তারাই সবচাইতে বেশি কথা বলে, যারা বেশিরভাগ সময়ই এসি'র মধ্যে থাকে।




৩. স্বামীরা স্ত্রীর কাছে প্রায় সময়ই
সেই ভুলের জন্য ক্ষমা চায়, যে ভুলটা
করা দূরে থাক, করার কথাও ওদের মাথায় আসেনি!




৪. বিবাহিত হওয়া না হ‌ওয়ার সাথে
প্রেমে পড়া না পড়ার
কোনও সম্পর্ক নেই।




৫. যেদিন মানুষ যা ইচ্ছা তা-ই করতে পারার অবস্থানে পৌঁছোয়,
সেদিন থেকেই সে এই অবস্থানের সুযোগটা আর নিতে পারে না।




৬. ভালোবাসা নয়,
শুধুই যৌনতার যাপন।
ভালোবাসাতে কষ্ট থাকে,
অনেক বেশি অভিমান থাকে।




৭. ভালোবাসা এমন একটা সেতু,
যে সেতু খুব কমই
দুই পাড় এক করতে পারে।




৮. ভালোবাসায় মন লাগে। অথচ লোকে ভালোবাসার অজুহাতে মন নয়, শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গই বেশি ব্যবহার করে।




৯. আপনি এ জীবনে যাদের প্রত্যাখ্যান করেছেন, তাদের সবার অভিশাপের যোগফল‌ই হচ্ছে আপনার বিবাহিত জীবন।




১০. স্রোতের বিপরীতে ভাবার নাম প্রতিভা।
স্রোতের বিপরীতে চলার নাম মূর্খতা।




১১. ধর্মের নামে নির্যাতন,
আদর্শের নামে হত্যা,
বিচারের নামে শাস্তি,
চেতনার নামে লুটপাট।




১২. মানুষ যা পায় না, তা নষ্ট করে।




১৩. পুরুষের চরিত্র নির্ভর করে সে তার স্ত্রীকে কতটা ভয় পায়, তার উপর।




১৪. নিজের সংস্কারগুলি নিয়ে মাথা ঘামানোর নাম আর যা-ই হোক, ভাবা নয়।




১৫. সত্য বলার ধকল সামলাতে খুব ভালো মিথ্যা বলতে জানাটা জরুরি।




১৬. মানুষ---
যে তার উপকার করে, তাকে দুর্বল ভাবে;
যে তার ক্ষতি করে, তাকে সবল ভাবে।
এ কারণেই মানুষ কেবল উপকারীর পেছনেই লেগে থাকে।




১৭. নিজেকে পশুর স্তরে নামিয়ে ফেলতে পারে যারা,
ওরাই কেবল মানুষ হয়ে জন্মানোর যন্ত্রণা থেকে মুক্তি পায়।




১৮. বিপদের দিনে পৃথিবীটাকে দেখতে যেমন লাগে,
পৃথিবীটা মূলত তেমনই।




১৯. কার‌ও বেলায় অশ্রু,
কার‌ও বেলায় চোখের ঘাম।




২০. পারিশ্রমিক হয়
শ্রমিক অনুযায়ী, পরিশ্রম অনুযায়ী নয়।