ভাবনার বনসাই: এক-শো চুয়াল্লিশ

১. আমায় দেখে
নতুন নতুন ঘর করেছ,
আর আমাকেই কিনা শেখাও
ঘরের যত্ন নিতে!




২. ভালোবাসি বলেই
নিজের খোঁজটা রাখি যত,
তোমার খোঁজ জানি ততোধিক।




৩. আমি মরে যাচ্ছি...
তার চেয়েও ঢের বেশি যন্ত্রণার...
তুমি ব্যথা পাচ্ছ!




৪. প্রেয়সীর চেয়ে কবিতা বড়ো---
এই সত্য মানতে না পারো যদি,
তবে কবির প্রেমে পড়লেও
ভুল করেও সঙ্গে থেকো না!




৫. তোমার নিমন্ত্রণে
তোমার ঘরে এসে দেখি,
এখানে রেখেছ আয়োজন
অভুক্ত থেকেই ফিরে যাবারও!




৬. চুরি না করে
লেখা কি যায়?
কবির কথা যা-কিছু,
তা যে তোমারই মনের দায়!




৭. সে লুকোলেই কেবল
যদি তুমি ভালো রাখো তারে,
তবে সে লুকোবেই তো!




৮. ঝড়ের মধ্যে
না উঠে বেড়ে,
ঝড় থামাতে
শিখেছে কে কবে?




৯. তোমার কাছে যাইনি আমি
বেইজ্জত হতে।
তাই বেইজ্জত হবার পর
আর তোমার পিছু ছাড়িনি।




১০. মেধা থাকুক
এগিয়ে যাবার প্রয়োজনে।
হৃদয় থাকুক
বেঁচে থাকার আয়োজনে।




১১. আসিনি যখন নিজের ইচ্ছেয়,
তখন যাবার বেলায় অনিচ্ছে কীসের?




১২. যাকে দেখে ও ভেবে লাগে ভালো,
সবাই থাকে ব্যস্ত...নেভাতে তার আলো।




১৩. আগে মুকুট নয়,
নিজের মাথাটা বাঁচাও।
একটাই তো মাথা...বাঁচলে ওটা
মুকুট তো অনেকই পাবে!




১৪. বিবাগি হবার বাসনা
কত যে প্রবল হতে পারে,
তা দেখতে যদি চাও,
সংসারেই তবে যাও!




১৫. দিনের পর দিন আমায় অত যত্নে শিখিয়ে কথা
আজ বলছ কিনা, আমার মুখ খোলাই বারণ!




১৬. মন্দির থেকে বেরোয় সে
মন্দিরকে পেছনে ফেলে...মন্দিরেই!
মন্দিরের খোঁজ পেল না বেচারা,
অথচ সারাজীবনই সে কাটাল মন্দিরে!




১৭. গোলাপের খোঁজে
গিয়েছিলাম বাগানে।
আজ দেখি,
কেবল কাঁটাই রাখে খোঁজ!




১৮. সন্ধেপ্রদীপ।
সলতে আধার আছে সবই,
শুধু তেলটুকু নেই;
আমার ঘরে তাই সন্ধেতেই রাত!




১৯. পাখির ডাক কি ফুলের সুবাস,
বুঝতে বুঝতেই দেখি,
শ্রবণ কি ঘ্রাণ, দুইয়েরই হলো নাশ!




২০. মৃত মানুষের মন থাকে না,
তাই তো আমি চাই মরণ‌ই!