ভাবনার বনসাই: এক-শো একাত্তর

১. প্রেম নয়, বন্ধুত্ব।
ভালোবাসা নয়, শান্তি।




২. আমি ভুল বলি...
আমি সঠিকটা জানি না বলে নয়,
আপনি সঠিকটা জানেন না বলে।
নির্বোধের হাতে মার খাওয়ার চাইতে
নির্বোধের ভূমিকায় অভিনয় করা সহজ।




৩. এ দেশে লোকে বিসিএস ক্যাডারকে জ্ঞানী ভাবে,
আর প্রকৃত জ্ঞানীকে বিসিএস পরীক্ষা দিতে বলে।
এর পরেও আপনি এখানে জ্ঞানচর্চা আশা করেন?




৪. কাউকে ভালোবাসা পাপ যদি হয়,
তবে কাউকে বিরক্ত করা মহাপাপ।




৫. প্রেমে পড়লে কাকের কণ্ঠেও
কোকিলের কুহু কুহু সুর ওঠে।




৬. মানুষ যা না পাবার স্বপ্ন দেখে,
তা-ই তার ঘাড়ে এসে পড়ে।




৭. সমাজে বেঁচে থাকার দুইটি পথ:
হয় আইন মানতে হবে,
নয় আইন না মানার শক্তি থাকতে হবে।




৮. প্রেমে পড়ার প্রথম শর্ত:
মিথ্যা ধরতে না পারা কিংবা ধরতে না পারার ভান করা।




৯. দুই ধরনের মানুষ সবচাইতে বেশি মিথ্যা কথা বলে:
যে রাজনীতি করে,
যে কাউকে প্রেমে ফেলার চেষ্টা করে।




১০. লোকে
মুখে মুখে মুক্তি চায়,
মনে মনে টাকা চায়।




১১. আপনাকে তারাই সবচাইতে বেশি ভুল চেনে,
যাদের আপনি চেনেন‌ই না।




১২. কাউকে সুখী করে যে দুঃখটা তুমি পেয়েছ,
তার সান্ত্বনা এমন কারও কাছে চেয়ো না,
যাকে সুখী করতে তোমার আপত্তি আছে।




১৩. চিন্তার শক্তি যার যত অল্প,
বিশ্বাসের শক্তি তার তত বেশি।




১৪. ব‌ই কিনলে ব‌ইপড়ার সান্ত্বনা মেলে।




১৫. যতটা দিলেই চলে,
তার চেয়ে বেশি দিলে
বিনিময়ে তাচ্ছিল্যই মেলে।




১৬. যা ফেরত নেওয়া দরকার,
তা ফেরত না নিলে
প্রায়‌ই বাড়তি ঝামেলা পোহাতে হয়।




১৭. চাকরি দেখে বিয়ে করে,
ভালোবাসা খুঁজে মরে।




১৮. ব্যস্ত লোকের হাসিটাও
তার ব্যস্ততার‌ই একটি অংশ।




১৯. লোকে কেবল সেই মূর্খকেই সময় দেয়,
যার সঙ্গে ক্ষমতাধরদের বন্ধুত্ব আছে।




২০. বিরক্তিকর লোক ততক্ষণই বিরক্তিকর নয়,
যতক্ষণ সে কোন‌ও কাজে আসছে।