ভাঙে আত্মঘর

রৌদ্রপাহাড় ভাঙব আজ,
মনপাখির যা আশপাশ।
চন্দ্রপাল্লায় নামছে ভার,
তোমার নামেই আসছে ডাক।


সন্ধে আজ ফুরোয় রাতভর,
কান্নার চোটে বারে বারে আশ।
ঘরের কোণে জমে আয়কর,
তোমার নামেই আজও চলে বনবাস।


আতশবাজি, উলের কাঁটা,
কাচভাঙা লাজ, রংচটা রাজ।
কত আঁকিবুঁকি, চঞ্চলা মন,
তোমার নামেই লেপে আলপনা।


ফাঁকা কাশবন, ছোটে আকাশের রং,
কল্পতরুর...তা-ও আলস্য প্রকট।
নয়াবিসংবাদে চকিত কপোত,
তোমার নামেই হাওয়ায় ওড়ে মেঘপালক।


সারা নন্দনকানন আলোকিত আজ,
কানাই প্রেমোপাখ্যানে বাজে বাঁশিসাজ,
আশাপতির কালপ্রভাবে চলাচলই সার,
তোমার নামেই মাতে রাঙাধুম নামোৎসব।