ভদ্রদের মৌনতা

দুনিয়া দেখায় কত রঙ্গ,
আমি দেখি সব মুখ বুজে।
শুধু কি আমিই নিঃসঙ্গ?
পাচ্ছি না তো কাউকে খুঁজে!




ভালোবাসি-বলা ভালো মানুষেরা সব ভণ্ড;
প্রেমের খেলায় হাসিল হয় না কি আর যৌনতা!?
আমি চিৎকার করে নতুন আইনের জন্ম দিয়ে যাব...কয় খণ্ড!
চুপ থাকব না আমি, গুঁড়িয়ে দেবো যত ভদ্রদের মৌনতা।




আমাকে ভয় করো, তোমাদের হাঁড়ির খবরটা কিন্তু আমি জানি!
আমি তো এসেছি শুধুই ভয় পাওয়াতে...
আরে, জোরে বলো তো বাপু, আর কত কানাকানি?
ভদ্রলোকেরা হায় ভালোটাও বাসে লোক দেখাতে!