প্রেম নয়, রূপকথা

বাজছে দেখো করুণ সুরে,
আমার মনের দুঃখগীতি!
যাচ্ছি কেবলই কবর খুঁড়ে,
এ-ই ছিল তবে পরিণতি!




আমার ছিল মন-খারাপের ডালা,
ভর্তি ছিল দুইটি চোখের জলে;
ছিল তোমায় ছুঁয়ে দেবার পালা,
আর তুমি কিনা ভিড়লে অন্য দলে!




শুকিয়ে যাক মনের খড়পোড়া রোদ,
সেরে যাক প্রেমের যত অসুখ;
অভিমান না-বোঝা যতসব নির্বোধ,
বোঝে না ভালোবাসার কী সুখ!




যাতনার পূর্ণতা কানায় কানায়,
মনে সুখ নয়, অব্যক্ত হায় ব্যথাই শুধু ছিল;
ওসবেই তো আমাদের মানায়!
আমাদের যে প্রেম নয়, বরং রূপকথাই ছিল!