বিয়ে করতেই হবে!

 পৃথিবীতে কিছু মানুষ আছে, যারা ভাবে:
  
 কষ্ট দূর করতে চাইলে বিয়ে করতে হবে!
 সুখ উদ্‌যাপন করতে চাইলে বিয়ে করতে হবে!
 পেটব্যথা দূর করতে কিংবা ডায়রিয়া থামাতে চাইলে বিয়ে করতে হবে!
 চুল আঁচড়াতে চাইলে, মুখে ক্রিম মাখতে চাইলে, ব্রণের দাগ দূর করতে চাইলে বিয়ে করতে হবে!
 নতুন পোশাক পরতে চাইলে বিয়ে করতে হবে!
 চরিত্র ঠিক রাখতে চাইলে বিয়ে করতে হবে!
 বেঁচে থাকতে চাইলে বিয়ে করতে হবে!
 হাসতে চাইলে বিয়ে করতে হবে, কাঁদতে চাইলেও সেই বিয়েই করতে হবে!
 কার‌ও সঙ্গে কথা বলতে কিংবা না-বলতে চাইলে বিয়ে করতে হবে!
 ফেইসবুকে পোস্ট করতে চাইলে কিংবা ফেইসবুকে ঢুকতে না চাইলে বিয়ে করতে হবে!
 প্রোফাইল পিকচার চেইঞ্জ করতে চাইলে বিয়ে করতে হবে!
 ঘুমোতে বা জেগে থাকতে চাইলে বিয়ে করতে হবে!
 ক্লিনশেইভ বা ট্রিম করতে চাইলে বিয়ে করতে হবে!
 সাজগোজ বা শপিং করতে চাইলে বিয়ে করতে হবে!
 কারও সন্তানকে আদর করতে চাইলে বিয়ে করতে হবে!
 গান শুনতে বা সিনেমা দেখতে চাইলে বিয়ে করতে হবে!
 কবিতা-গল্প বা যা-ই হোক, তা লিখতে চাইলে বিয়ে করতে হবে!
 ঘুরতে যেতে কিংবা বাসায় বসে থাকতে চাইলে বিয়ে করতে হবে!
 পড়াশোনা করতে কিংবা না-করতে চাইলে বিয়ে করতে হবে!
 চটপটি-ফুচকা, চা-কফি বা হাওয়া-জল খেতে চাইলে বিয়ে করতে হবে!
 চাকরি করতে বা না-করতে চাইলে বিয়ে করতে হবে!
 জীবনে কিছু করতে কিংবা না-করতে চাইলে বিয়ে করতে হবে!
 স্বপ্ন দেখতে কিংবা না-দেখতে চাইলে বিয়ে করতে হবে!
 স্বর্গে যেতে চাইলে বিয়ে করতে হবে!
 এমনকী বিয়ে করতে না চাইলেও, সেই বিয়েই করতে হবে!
  
 বাঁচতে বা মরতে চাইলে পোচ্চুর বিয়া কইত্তে হপ্পে!!
  
 ওরা জন্মে বিয়ে করার জন্য, বাঁচে বিয়ে করার জন্য, খায় ও হাগে-মুতে বিয়ে করার জন্য, এমনকী মরেও বিয়ে করার জন্যই!
  
 বিয়ে করলেন। হুহ্‌! এখন বেঁচে গেলেন ভাবছেন?
 না আরে ভাই! দুনিয়া অত্ত সোওওওজা নাহ্‌! মুহাআআআ...হ্‌!
 উপরের প্রত্যেকটি কাজ করতে চাইলে এখন বাচ্চা নিতে হবে! লও ঠ্যালা!
  
 বুঝুন অবস্থা! বিয়ে আপনার, জীবন আপনার, খাট-বিছানা-বালিশও আপনার, অথচ ওদের চোখে ঘুম নেই! যে বাচ্চাটি জন্মদান-প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একটিও ধাপে ওদের কোনও ভূমিকাই নেই, তাকে দেখার জন্যও ওদের চোখে ঘুম নেই!
  
 বিয়ের পর ওরা পেটের দিকে তাকিয়ে তাকিয়ে ভাববে, ওখানে কি বাচ্চা? না কি কাচ্চি-বিরিয়ানি? না কি গ্যাস জমে পেট ওরকম ফুলে আছে? না কি ওটা ভুঁড়ি?
  
 এ কারণেই এদেশে ঘুমের ট্যাবলেটের বিক্রি অনেক বেশি!