আমি ভালোবাসার যাপনে বিশ্বাস করি, আমি যৌনতার যাপনে বিশ্বাস করি না। যা সত্য, তা বিশ্বাস করার কিছু নেই। যা সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, কেবল তা-ই বিশ্বাসের ক্রাচে ভর দিয়ে চলে। টেলিভিশনের অস্তিত্বে বিশ্বাস করার কিছু নেই। ভূতের অস্তিত্বে বিশ্বাস-অবিশ্বাসের একটা ব্যাপার থাকে। আমি প্রেমে বিশ্বাসী, সেক্সে বিশ্বাসী নই। দিবালোকের মতো স্পষ্ট যা, তা কখনোই বিশ্বাসের মুখাপেক্ষী নয়। সেক্স যদি প্রেমের মতো আবছা কিছু হতো, তবে মানুষকে সেক্সেও বিশ্বাসী হতে হতো।