বিশে কান্না




১. একজন প্রকৃত মানুষের ম্যাচিউরিটি আসে কাঁদতে কাঁদতে।


২. নারীর ন্যাকা-কান্নাকে ঝেঁটিয়ে বিদেয় করার সময় এসে গেছে।


৩. 'পুরুষমানুষ কাঁদে না'-র মতন ফালতু কথাটি নতুন প্রজন্মকে উপহার দিতে চাই না। তারা জানুক, শিখুক, 'মানুষ কাঁদে।'


৪. 'মেয়েমানুষের মতন কথায় কথায় কাঁদা যাবে না', এরকম বাজে কথা থেকে সাবধান!


৫. না কেঁদে জন্ম দেওয়াও যায় না, নেওয়াও যায় না।


৬. কিছু মানুষ এমনই 'মানুষ' যে, তাদের কাঁদতে দেখলেও বিশ্বাস হয় না!


৭. কথায় কথায় কেঁদে-ফেলা মানুষ মাত্রই সরল মানুষ নয়!


৮. লুকিয়ে কাঁদার নেশা বড়ো নেশা, সারাজীবনেও তা ছাড়া যায় না!


৯. টাকা না থাকার কারণে কান্নার চেয়ে টাকার কারণে কান্না শত গুণ বেশি ভয়াবহ!


১০. মানুষ কী বলছে, তা শুনে কান্না করার মতন অহেতুক কান্না আর হয় না। কাঁদানোর জন্যই তো মানুষ বলে!


১১. বাংলাদেশে আপনি সবচাইতে বেশি কান্না দেখতে পাবেন কোনও মরা-বাড়িতে গেলে। জলজ্যান্ত এক-একটা সিনেমা যেন! সবাই কিন্তু ওখানে দুঃখ পেয়ে কাঁদে না, কেউ কেউ আনন্দ লুকোতেও কাঁদে!


১২. সুখে কেঁদে ফেলার মতন ঘটনা মানুষের জীবনে আসে হাতেগোনা মাত্র কয়েক বার।


১৩. সংসার করলে কাঁদতে হবে, এটাই স্বাভাবিক। তবে অস্বাভাবিক হচ্ছে, স্বামী ও স্ত্রী'র মধ্যে শুধু একজনই যদি সবসময় কাঁদে।


১৪. সময়ের কান্না সময়েই কাঁদতে হবে। কান্না জমা করতে নেই, জমা করলে চড়া মূল্য দিতে হয়।


১৫. কান্না বিক্রি করতে জানে, এমন মানুষ থেকে সাবধান!


১৬. অপেক্ষার কান্নার মতন মধুর জিনিস পৃথিবীতে খুব কমই আছে।


১৭. যার লুকিয়ে-ফেলা কান্না আপনি ধরে ফেলতে পারেন, তাকে আপনি ভালোবাসেন।


১৮. অপ্রিয় সত্যটি হচ্ছে, মানুষ যতই বলুক, 'কেঁদো না, কেঁদো না', মন থেকে বেশিরভাগ মানুষই অন্যকে কাঁদতে দেখলে শান্তি পায়। কেন পায়? মানুষের স্বভাবই হচ্ছে, অন্যের কান্নার আড়ালে নিজের কান্না লুকোনো।


১৯. চোখের জলেরও নিজস্ব ভাষা আছে!


২০. বেশি হাসলে কাঁদতে হয়,
কথাটি বোধ হয় মিথ্যে নয়।