বাধ্য না হলেও

লেখার কথা ছিল না আমার,
বাধ্য না হলে লেখে কে!




আমার হয়ে কেউ লিখেও দিচ্ছে না,
আমার কথাটা কেউ বলেও দিচ্ছে না।
একান্ত বাধ্য না হলে আমার মতো কেউ কি আর কলম ধরে?




তোমাদের ব্যথা হলে কী করো?
কিংবা খুব কথা পেলে?




তোমাদের কিছু হজম করতে অসুবিধে হলে কী করো,
কিংবা খুব কান্না পেলে?




তোমরা সৃষ্টিকর্তার কাছে কি অনেক কিছু চাও?
না কি বারণ করো কিছু দিতে?




আচ্ছা, উনি যদি দিয়েই ফেলেন কিছু, কোথায় রাখো তখন?
অত জায়গা আছে তোমাদের বাসায়?
কিংবা মনে, মগজে…শরীরে?




নিতান্তই বাধ্য না হলেও কি 
তোমরা সুখ জমিয়ে রাখো?
ভারী ভারী লাগে না?