প্রণয়ের এই রীতি

চোখে চোখে কাছে এসেছি,
হৃদয় পেয়েছে হৃদয়ের পরিচয়,
ইঙ্গিতে-ইশারায় যতবার চেয়েছি,
বুঝেছি, ধারণা মিথ্যে কখনও নয়।

ভাষা দিয়ে পরখেতে কাঁপে এই মন,
মূক হয়ে র‌ই তবু, শুধাতে যদি যাই,
পাছে দিনের আলোয় ভাঙে এ স্বপন,
আরও প্রমাণে কাজ নাই, কাজ নাই!

চোখের আড়াল হলে বাঁচে নাকো প্রাণ আমার,
যখন এই কাছে রাখি,
কত সুখে ভাসে আঁখি,
হলে ছাড়াছাড়ি উপচে বরষায় চোখ আমার।

এত ভালোবাসি, এত ভালোবাসি তারে,
তবু কাছে এলে সে, কণ্ঠে কথা না সরে।

বুঝি প্রণয়ের এই রীতি,
সুখে ভাসি, দুঃখে কাঁদি;
মন কি আর মানা শোনে,
অশ্রুতে ভেসে হাসে যতনে!

সে আমায় নাহয় না-ই রাখুক মনে,
আমি আমৃত্যু তবু বাঁচব তার সনে!
Content Protection by DMCA.com