নিবেদন

পাওয়া মানুষেরে করে পূর্ণ, সত্য এমনই জানি!
তবু তোমায় পেয়েছি যত, নিঃস্ব নিজেরে জেনেছি ততই।




পূর্ণ তাই আজি করতে নিজেরে
রেখেছি আমারে তোমারি চরণে;
দেখি ওখানে, হায়, অধমের...
অহম্-এ হৃদয় ফাঁপা!




আমি-আমি করি, তোমারেই আনি টানি,
তোমারে ছাড়া তোমার আমি কখনও না দুলি,
এ দেহ-প্রাণ মন-যৌবন তোমাতেই সঁপে দেখি,
সন্তাপে-ভরা এ আপন-দেহ শুধু এক ভিখারিনি!




যে-ঘরে আমারে রাখলে ভুলায়ে,
রাখব নাহয় তার দুয়ার খুলায়ে,
তোমারে পাবার লালসে মজে,
পাই যদিও-বা নিজেরে ও-চরণে এসে,
চূর্ণ করে সকল অহম্, সকল দ্বিধার আকর
আমায় ধুয়ে দাও হে, ধুয়ে দাও হে 
তোমারই চরণধুলোয়!




ডেকেছিলে আমায় তোমারি পথে,
পাছে পিছিয়ে পড়ি, যাব কী উপায়ে?
আলো দাও হে, সাড়া দাও হে…
তুমি ছাড়া আমার নেই কেউ নিশিভোরে,
তোমারে পাবার যাতনায় আজি
পিষ্ট হয়ে মরি!




এ জগৎসুখ কত-কী কাজে,
আজ না তবু পাই তারে এই কাছে,
তোমারি নাম যেন ভুলি না ছলে,
করি আপনাতে বাস, আপন-ছায়াতলে,
তোমাতেই করি যেন বসবাস…
তোমাতেই করি যেন বসবাস!
Content Protection by DMCA.com