নিত্যযোগের আশ্বাস

আমার অহংকারমূলক সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে, তাতে আর সন্দেহ নেই; কিন্তু এই চেষ্টার ভেতরে তোমার যে বিশুদ্ধ চেষ্টা রয়েছে, তা তো ব্যর্থ হতে পারে না। সে নির্মল চেষ্টা আমাকে তোমার দিকে কতদূর এনেছে, তা আমি বলতে পারিনে৷




এক এক বার যে সব‌ই তুমিময় হয়ে যায়, তোমাতে আমাতে কোনও তফাৎ থাকে না, আমার জ্ঞান, প্রেম, ইচ্ছা, সব তোমার সঙ্গে এক হয়ে যায়, তাতেই কি তোমার সেই চেষ্টার সফলতা দেখতে পাই? তাহলে আর সে ভাব হারাই কেন? তুমি বলছ, তা আমি হারাই বটে, কিন্তু তোমাতে তা স্থায়ীভাবে থাকে। তাতে আমার লাভ কী? তোমার ভাণ্ডারে প্রভূত অন্ন সঞ্চয় হয়ে আছে, আমি কিন্তু ক্ষুধায় মরছি, এতে আমার লাভ কী?




তোমাতে সঞ্চিত অন্ন এসে আমাকে আমার দৈনন্দিন জীবনে পুষ্টি দেবে, এ-ই তো চাই। আমার চেষ্টা থামিয়ে দিতে ইচ্ছা হচ্ছে, ওতে তো কিছু হচ্ছে না। থামিয়ে যে কী করব, কেমন করে জীবন কাটাব, তা কিছু বুঝতে পারছি না। চেষ্টা থামানো তো সম্ভব নয়, সে চেষ্টার ভেতর যে তুমি কাজ করছ। সে চেষ্টাটাকে যে কেবল আমার চেষ্টা বলে মনে করি, তা-ই ভুল, আর তাতেই সব মাটি হচ্ছে।




তোমার অহেতুকী কৃপার উপর নির্ভর করতে ইচ্ছে হয়। কত বার অকিঞ্চনভাবে তোমার সেই কৃপার শরণ নিলাম, কিন্তু সেই অকিঞ্চন ভাব তো ধরে রাখতে পারি না। ধরে রাখতে না পারলেও তোমার কৃপা আমাকে ছাড়ছে না, আমার অজ্ঞাতভাবে আমাকে সার্থকতার দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সময় সময় ব্যর্থতার কষ্ট অসহ্য হচ্ছে, ইচ্ছা হচ্ছে যে কোনও রকমে এই কষ্ট শেষ হোক। সার্থকতা না এসে অন্য রকমে কষ্ট দূর হবার তো কোনও সম্ভাবনা নেই।




জীবন তো তোমার নিত্য স্বরূপের অন্তর্গত, সেখানে ব্যর্থতার স্থান নেই, বিনাশের স্থান নেই। তোমার নিত্য স্বরূপ...আহ্! এ-ই তো নিত্যধাম, যেখানে প্রতিমুহূর্তে বাস করছি আর অনন্তকাল বাস করব। এ-ই তো তোমার প্রেমময় কোল, তোমার বাহুবেষ্টন। কে আমাকে এই কোল থেকে, এই বাহুবেষ্টন থেকে কেড়ে নিতে চায়? আমার অন্তস্থিত আত্মা তো তা চায় না।




আমার অন্তরতম স্থানে বসে তুমি তো নিত্য অনন্ত প্রেমের কথাই বলছ। এই তো প্রাণের প্রতিস্পন্দনে তোমার প্রেমব্যস্ততাই দেখছি। কিন্তু এই স্থান ছেড়ে আমি যখন-তখনই বের হয়ে পড়ি। অত দূরে যাই যে তোমার ডাক আর শুনতে পাই না। আমার এই চঞ্চলতা, এই ঘোরা-ফেরা ছেড়ে আমি একেবারে তোমার কৃপার উপর নির্ভর করতে চাই। সে কৃপা তো আমাকে কখনও ছাড়বে না, কখনও বিনাশে নিয়ে যাবে না।




আমার উচ্ছৃঙ্খল ইচ্ছা আমাকে কোথায় এনেছে দেখো। আমি এই বিনাশের ছায়া দেখে ভয়ে জড়সড় হয়েছি। আমি তোমার নিরাপদ কোলে আশ্রয় নিতে চাই। আমাকে স্পষ্ট করে বলো, তুমি আমাকে আশ্রয় দিলে কি না। আমি তোমার আশ্বাসবাণী শুনতে চাই। আমার সমস্ত চেষ্টার ভেতরে আমি তোমার অহেতুকী কৃপা দেখতে চাই, যে কৃপা অটলভাবে, নিশ্চিতরূপে আমাকে তোমার সঙ্গে নিত্যযোগে যুক্ত করবে।