না-ফুরনো সময়

চাঁদের নোলক, রাতের ঝলক...কোনও কিছুতেই
সময় যেন আর ফুরোয় না গো!


রাতের দীর্ঘসূত্রতা, আাঠারো মাসে বছর...এসব মহানকশাতেও
সময় যেন আর ফুরোয় না গো!


কাগজের খেয়ায় পাল তুলে দিয়ে, জোনাকির ওই আলোর ভিড়েও
সময় যেন আর ফুরোয় না গো!


এই দীর্ঘ রাতের পুকুর, বুক ধুকপুক, দৃষ্টি ঘোলাটে, তবু
সময় যেন আর ফুরোয় না গো!


চিলেকোঠার প্রেমে, ঝিঁঝিঁপোকার গানে, রোশনাইয়ের আলোতেও
সময় যেন আর ফুরোয় না গো!


অপেক্ষার প্রহর গুনতে গুনতে, অস্থির হয়ে পথ চেয়ে থাকতে থাকতে, ক্লান্ত দুচোখে বিষণ্নতাকে বরণ করতে করতেও
সময় যেন আর ফুরোয় না গো!


এ কেমন দিন যে এল!
দিন যেন আর কাটেই না গো!