থাকব না যেদিন

 
মেঘের ভাঁজে চাঁদ লুকোবে রাতের গায়ে হেলে,
পাবে সন্ধেকোলে আলোর চিঠি, সূর্য ডুবে গেলে।
দূর্বা-শিশির, জোনাক-প্রদীপ জ্বলবে আগের মতোই,
শুধু আমিই থাকব না আর, ডাকো তোমরা যতই।


বর্ণমালার হরেক হরফ বুনবে কথার জাল,
স্বরলিপির সাতটা সুরে বাজবে গানের তাল।
ফুরিয়ে দুপুর রাত নামবে, আর সকাল হবে কতই,
শুধু আমিই থাকব না আর, ডাকো তোমরা যতই।


তবু পৃথিবীটা ঘুরবে ঠিকই, চাঁদ-সূর্যের আসা-যাওয়ায়,
শুকতারা কি সন্ধ্যাতারা, খিলখিলিয়ে হাসবে হাওয়ায়।
রাজার নীতি বাজারভীতি, সুরে-বেসুরে চলবে অতই,
শুধু আমিই থাকব না আর, ডাকো তোমরা যতই।


প্রিয়ার কপাল খুঁজে নেবে টিপ নতুন কোনও নামে,
পাখি উড়বে, ফুল ফুটবে, ছুটবে নদী...নগদ খামে।
জোছনা ধোবে, বৃষ্টি ছোঁবে, রংধনুটা হাসবে রতই,
শুধু আমিই থাকব না আর, ডাকো তোমরা যতই।


আমার জন্য থামবে কেন তোমার যত পুজো?
ব্যস্ততাটা ফুরোলে আমায় ভুলের ঘরেই খুঁজো।
যদি আমায় ভেবে কান্না ঝরে, বাড়েও শুধু ক্ষতই,
শুধু আমিই থাকব না আর, ডাকো তোমরা যতই।


মরণ রে, তুই অমর বড়ো, অবিনাশী এক কবি,
একতুড়িতেই হাপিস করিস জীবনের জলছবি।
মৃত্যু ভুলে সেদিনও তোমরা সাজাবে সব স্রোতই,
শুধু আমিই থাকব না আর, ডাকো তোমরা যতই।