তাড়া নেই

এখন আমার অফুরন্ত অবসর।
এখন আমার সমস্ত সময় আদ্যোপান্তই থমকে গেছে এক ‘আপনি’তে এসে।


এখন আমার এই ‘আপনি’টাকে আমার নিজের একটা ‘তুমি’ বলবার কোনও তাড়া নেই।
এখন আমার দিনের শেষে কারও কাছে ফেরার কোনও তাড়া নেই।
এখন আমার কারও কথার মায়াজালে বাঁধা পড়বার কোনও তাড়া নেই।
এখন আমার কারও অসুখে হতবিহ্বল হবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়বার কোনও তাড়া নেই।
এখন আমার কারও অবহেলায় চোখের জলে ভেসে যাবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও মুখ থেকে নিজের বানোয়াট স্তুতিগুলি শুনবার কোনও তাড়া নেই।
এখন আমার ব্যক্তিগত ইঁচড়েপাকামোতে কাউকে অতিষ্ঠ করবার কোনও তাড়া নেই।
এখন আমার অহেতুকই অধীর অবোধ হবার কোনও তাড়া নেই।
এখন আমার অকারণেই ঝগড়া করে কাউকে আরও মায়ায় বাঁধবার কোনও তাড়া নেই।
এখন আমার পাগলামিতে কাউকে প্রতিদিনই একটু একটু করে অভ্যস্ত হতে দেখবার কোনও তাড়া নেই।
এখন আমার মন খারাপের অসুখ হলে কাউকে কাছে পাবার কোনও তাড়া নেই।
এখন আমার কালো শাড়িটা পরে নিজেকে কারও সামনে এনে দাঁড় করাবার কোনও তাড়া নেই।
এখন আমার সাদা শার্টে কাউকে দেখতে চাইবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও সাথে প্রতিরাতই জাগতে গিয়ে ইনসমনিয়াক হবার কোনও তাড়া নেই।
এখন আমার কাউকে একান্তই নিজের ভেবে বোকার মতো কিছু লিখবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও ফোনের আশায় সারাটা দিনই সবকিছুকে মাটি করবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও কাছে নিজেকে আরও একটু আদুরে করবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও পেনসিলে আঁকা পোর্ট্রেট দেখে আরও একটু মুগ্ধ হবার কোনও তাড়া নেই।
এখন আমার হাজারো ভুলের পরে কারও কাছে অগুনতি বার ক্ষমা চাইবার কোনও তাড়া নেই।
এখন আমার শত বাধাবিপত্তি সামলে নিয়ে কারও কাছে ছুটে যাবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও কাছে একটুখানিও সময় পেলে একপৃথিবী সুখ পাবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও সামনে আরও একবার নিজেকে প্রমাণ করবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও দরজায় সব ছেড়েছুড়ে সারাজীবনের মতো পালিয়ে যাবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও সাথে এই জীবনের ভালো কিছু মুহূর্ত ক্ষণ কাটাবার কোনও তাড়া নেই।
এখন আমার কাউকে ভালোবাসার নেশায় প্রতিদিনই নিজেকে হারিয়ে ফেলবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও আশ্রয়ে আমার সমস্ত কুণ্ঠা-দ্বিধা সুখে ঝাড়বার কোনও তাড়া নেই।
এখন আমার কারও চোখে তার জীবনের সবচে দামি মানুষ হবার কোনও তাড়া নেই।
এখন আমার কারও জন্যে চিৎকার করে মনপ্রাণ খুলে কেঁদে নেবার কোনও তাড়া নেই।
এখন আমার কাউকে অনন্তবার অনন্তভাবে ভালোবাসবার কোনও তাড়া নেই।


এখন আমার কাউকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি---
এমন কিছু সারল্যমাখা কৈফিয়ত দেবার সত্যিই কোনও তাড়া নেই!
আজ আমার সকল টুকরো টুকরো অবসরের মধ্যেও যেন এক অখণ্ড অবসর!
সত্যিই, আজ আমার আর কোনও তাড়া নেই।