ঘর এবং তার যাপন

তোতাপাখি; শামিয়ানা...চারকোনা;
ঘর তার নাম।




শৃগালের অশুচি ছোঁয়ায়
রৌদ্রের কোরকাবলী
হারায় হঠাৎ স্তনিত সাজ,
মেঘে মেঘে সূর্য নেভে;
নিরেট পটের বিবি, আকাট সুন্দর ঘর, খেউড়-উঠোন...
চোখের মণিতে খেলে নীল আলো,
আর জ্বলে প্রায়‌ই দুঃস্বপ্নের মতন।




কে তুমি দুয়ারে আছ,
যার হাতে হাত রাখা যায়?
তবে আজ ভাঙি চৌকাঠ?




সারি সারি মূর্ছিত ফুলের শব...
ভরা-বসন্তেই সদ্যোজাত ফুল 
পড়ে ঝরে, বেপরোয়া ঝড়ে।




সহসা সকালবেলা
জমে-ওঠা ধূলিতাণ্ডবে,
জারিত প্লাবনসখা শিলাপাতে,
বৃষ্টিহীন বাতাসের তীব্র দহন, নিঃস্বন;
সাবেকি সবজিবনে জ্বলে দাবানল...




ক্ষণকালের প্রজননস্মৃতি
মুছে যায় বেলাশেষের
পুষ্পোচ্ছ্বল শৃঙ্খলমোচনে।




নেই ঘর, ঘর ধায়,
ঘর তবু ঘর পায়।
Content Protection by DMCA.com