গড়ে ওঠার গান

 বরং দ্বিধান্বিত হও।
 তখনই কেবল
 তুমি নতুন কিছু শিখতে শুরু করো।
  
 বরং ভেঙে পড়ো।
 তখনই কেবল
 তুমি সেরে উঠতে শুরু করো।
  
 বরং হতাশ হও।
 তখনই কেবল
 তুমি সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করো।
  
 বরং দুঃখ পাও।
 তখনই কেবল
 হৃদয় আমাদের সাহসী হতে শেখায়।
  
 তুমি এই মুহূর্তে
 যা-ই আছ,
 যেমনই আছ,
 তার কিছুই লুকিয়ো না।
  
 তুমি যা,
 তুমি তা-ই।
  
 নিজেকে বদলে ফেলার শক্তি
 তোমার আছে,
 সবসময়ই ছিল।
  
 পৃথিবীকে বলতে দাও।
 পৃথিবীকে দেখিয়ে দাও। 
Content Protection by DMCA.com