খুশি করে চলে যারা

 যারা সবাইকে খুশি করে চলে,
 তাদের নিয়ে সবাই হাসাহাসি করে,
 তাদের সবাই অসম্মান করে।
  
 কিন্তু কেউ এক বারও ভেবে দেখে না,
 কেন আজ ওরা এমন হলো,
 কখন একটা মানুষ নিজের স্বকীয়তা বিসর্জন দেয়।
  
 জীবনের শুরুতে
 যখন কেউ মানুষের কাছ থেকে
 বঞ্চনার শিকার হয়,
 প্রতারণার শিকার হয়,
 হুমকির শিকার হয়,
 নির্যাতনের শিকার হয়,
 প্রত্যাখ্যানের শিকার হয়,
 তখন সে ক্রমেই
 নিজের সীমাবদ্ধতাগুলির সঙ্গে
 বোঝাপড়া করে করে নিজেকে
 অন্যদের সুবিধে ও ইচ্ছের মতো করে
 তৈরি করে নেয়।
  
 এটা সত্যিই কষ্টের।
 ওদের নিয়ে বাজে কথা বলার আগে
 সেই কষ্টের দিকেও
 যেন আমরা তাকাই।