কৃপা

তোমার কৃপার তুলনা কোথায় পাই ভুবনে খুঁজি?
অকিঞ্চন হয়ে চাই লুটোতে
তোমার চরণে জীবনপুঁজি।




মিলায় রাতের আঁধার-কায়া,
সাথে চিরমলিন বেদন-ছায়া;
প্রাণের প্রদীপ উজল হলো,
গেল সকল নিশা ঘুচি।
তোমার কৃপার তুলনা কোথায় পাই ভুবনে খুঁজি?




নীল অমরার সূর্য এসে লুটোয় পায়ের তলে,
লুটোয় চাঁদের আলোর ধারা সোনার শতদলে।




মর্ত্য-মরণ শঙ্কা ভুলে,
খুঁজি শরণ চরণ-কূলে;
তোমার কোলে ঠাঁই পেলে মা শান্তি ওটুক বুঝি,
তোমার কৃপার তুলনা কোথায় পাই ভুবনে খুঁজি?




মা গো, তোমার প্রাণের নিবিড় ছোঁয়া আমায় সুরে সুরে টানে,
শূন্য জীবন পূর্ণ হয়ে আলোয় আসে তোমার‌ দানে।




সতত আগুনশিখার মতো,
জ্বলে চলেছি এমন অবিরত;
দুটি অমল আঁখির ঊষায় জেগে ধুলার ছায়া মুছি,
তোমার কৃপার তুলনা কোথায় পাই ভুবনে খুঁজি?