কিছু অপ্রিয় সত্য বলি। তুমি সুন্দর হলেই কেউ তোমার সঙ্গে থেকে যাবে, এমন নয়। তুমি সৎ থাকলেই কেউ তোমার সঙ্গে থেকে যাবে, এমন নয়। তুমি বিশ্বস্ত থাকলেই কেউ তোমার সঙ্গে থেকে যাবে, এমন নয়। তুমি কারও সঙ্গে ভালো আচরণ করলেই সে তোমার সঙ্গে থেকে যাবে, এমন নয়। তুমি কারও জন্য সব কিছু করতে রাজি থাকলেই সে তোমার সঙ্গে থেকে যাবে, এমন নয়। তুমি খুব আন্তরিকভাবে কারও যত্ন নিলেই সে তোমার সঙ্গে থেকে যাবে, এমন নয়। তুমি খুব ভালোভাবে চেষ্টা করলেই কেউ তোমার সঙ্গে থেকে যাবে, এমন নয়। তুমি কারও প্রতি তোমার সমস্ত মনোযোগ দিলেই সে তোমার সঙ্গে থেকে যাবে, এমন নয়। তুমি কাউকে তার মনের মতো সময় দিলেই সে তোমার সঙ্গে থেকে যাবে, এমন নয়। হয়তো তোমার ইচ্ছেগুলি চমৎকার, তোমার অনুভূতিগুলি শুদ্ধ, একজন নারী হিসেবেও তুমি অতুলনীয়, এত কিছুর পরও, তুমি হয়তো তোমার মনের মানুষটিকে ধরে রাখতে পারবে না। এর কারণটা কী, জানো? একজন পুরুষকে তুমি শুধু তখনই ধরে রাখতে পারবে, যখন সে নিজে এটা চাইবে। মানে সে চাইবে, তুমি তাকে ধরে রাখো। আর যদি সে তা না চায়, তবে তুমি তাকে ধরে রাখতে সত্যিই ব্যর্থ হবে, তুমি যতই নির্ভুল ও সেরা মানুষ হও না কেন! কাউকে জোর করে সঙ্গে রেখে দেওয়া যায় না। কারও কাছে ভিখিরির মতো হাত পেতেও লাভ নেই, যদি সে নিজেই তোমার সঙ্গে থাকতে না চায়। তুমি কাউকে যতই ভালোবাসো না কেন, সে নিজে না চাইলে তুমি তাকে ভালোবাসাতে পারবেই না! একতরফা ভালোবাসা পরিণতি মোটামুটি এরকমই। যখন তোমাদের সম্পর্কটা একটু ঝামেলার মধ্য দিয়ে যায়, তখন তোমার পছন্দের মানুষটি যদি নিজে না চায় সম্পর্কটা রাখতে, তবে সে তখন হাত-পা গুটিয়ে বসে থাকবে; এমনও হতে পারে, সে তখন ইচ্ছে করে সেইসব কাজই করতে থাকবে, যে কাজগুলি তোমাদের সম্পর্কটাকে শেষ করে দেবে। সম্পর্কের টানা-পড়েনই তার উদ্দেশ্যটাকে সহজ করে দেবে। একজন পুরুষ কখনওই সেই নারীর জন্য যুদ্ধে নামে না, যাকে সে তার জীবনে রাখতে চায়ই না। তুমি নিজেই বুঝতে পারবে, কখন সে চায় না যে তুমি তাকে ধরে রাখো। তখনও, ধরে রাখার কিংবা থেকে যাবার চেষ্টা করাটা একদমই নিরর্থক। অল্প কথায় বলি। যে মানুষটা তোমার সঙ্গে থাকতে চায় না, তাকে জোর করে ধরে রেখো না। না, এর মানে এ নয় যে, তুমি হাল ছেড়ে দিচ্ছ। সে নিজেই হালটা ছেড়ে দিচ্ছে, এবং এটা বুঝে নিয়ে তোমার সরে যাওয়া উচিত। অনেকটা সময় ইতোমধ্যে নষ্ট করেই ফেলেছ, সময় আরও নষ্ট কোরো না। সময় যত নষ্ট করবে, ততই তোমার জীবনে অহেতুকই কিছু কষ্ট বাড়বে। তুমি যখন কারও সঙ্গে সম্পর্কে থাকবে, তখন তোমাকে তিনটি জরুরি বিষয় মাথায় রাখতে হবে: কখন তোমার জীবন থেকে তাকে যেতে দিতে হবে, কখন তার জীবন থেকে তোমাকে সরে যেতে হবে, কখন তাকে ধরে রাখার চেষ্টা করা পুরোপুরিই থামিয়ে দিতে হবে। যতই জোর করবে, যতই চেষ্টা করবে, যতই ধরে রাখবে, ততই…নিজের মানসম্মান নিজেই কমাবে। এর বাইরে আর কোনও লাভই হবে না।