কালীবন্দনা

চরণে শরণ দেখা, কৃপাময়ী মহাকালী!
হৃদয়কুণ্ডেতে তোর যত শিখা—আজ দে মা জ্বালি।




সকল আঁধার হরি,
রিপুদল রূপান্তরি,
তোরি সুধা দে তৃষিত পরানমাঝে…দে না মাগো ঢালি!




মোহিনী মায়ার কায়া, ভেঙে দে মা তোর‌ই পদাঘাতে,
সুপ্ত শিবে জাগিয়ে দে মাগো—পাবক করুণাপাতে।




আকুল হয়ে ডাকছি যে তোরে,
জ্যোতির জীবন দে না মা মোরে,
হৃদয়মুকুলে আজি এই ক্ষণে রচি মরণ-পূজার ডালি।