এইসবেও এসে যায় অনেক কিছু…

 হ্যাঁ, এইসবে অনেক কিছুই এসে যায়...
  
 যখন কেউ রুমের আলোটা নিভিয়ে দেয়, মেঝে থেকে টুকিটাকি আবর্জনা নিয়ে ঝুড়িতে ফেলে দেয়, রুমে-থাকা পঙ্গু মানুষটির সঙ্গে হাসিমুখে কথা বলে, তার কাপড়গুলি ভাঁজ করে রাখে।
  
 যখন কেউ অসহায় মানুষটির পাশে গিয়ে মাঝেমধ্যে বসে, তার ক্লান্তিকর গল্পগুলি বার বার শোনে ধৈর্য ধরে।
  
 যখন কেউ খামখেয়ালে বা কানকথায় নয়, বরং বিবেচনা করে কাজ করে।
  
 যখন কেউ সত্যি গল্পটা সবাইকে বলে, যখন কেউ উপকারীকে কৃতজ্ঞতা জানায়, যখন কেউ কাজের উপযুক্ত স্বীকৃতি দেয়।
  
 যখন কেউ এমন কাউকে 'শুভ সকাল' কিংবা 'শুভ রাত্রি' বলে, যে তাকে পছন্দ করে কিংবা যে তার কাছ থেকে এটা শুনতে চায়।
  
 যখন কেউ নিজের লোভটা সামলে রাখে, যখন কেউ মেজাজটা নিয়ন্ত্রণে রাখে।
  
 যখন কেউ বৃদ্ধ মানুষটির মুখের ঘামটা টিস্যু দিয়ে মুছে দেয়, যখন কেউ রাস্তায় চলার সময় অন্য পথচারীদের দিকে সম্মানের চোখে তাকায়।
  
 যখন কেউ রাতে বিছানাটা করে দেয়, মশারিটা টাঙায়, বাথরুমটা পরিষ্কার করে।
  
 যখন কেউ ওয়েটারকে বকশিস দেয়, রান্না ভালো হলে ঘরের কাজের লোকটার হাতে সামান্য কিছু টাকা দেয়।
  
 যখন কেউ অসুস্থ মানুষটিকে সময় করে একটা ফোন করে, সময় পেলে হাতে কিছু ফল নিয়ে দেখতে যায়।
  
 যখন কেউ ভালোবেসে কিছু ফুল পাঠায়, যখন কেউ মনে রেখে খুব ছোট্ট কোনও উপহার পাঠায়।
  
 যখন কেউ কারও সাফল্যে অভিনন্দনজানায়, যখন কেউ বন্ধুর উন্নতিতে খুশি হয়, যখন কেউ ভালো কাজের মূল্যায়ন করে।
  
 যখন কেউ তার কৃতকর্মের ফলকে সহজভাবে নেয়, যখন কেউ নিজের অবস্থানটা দৃপ্তকণ্ঠে জানাতে পারে।
  
 যখন কেউ নির্যাতিতের পক্ষে দাঁড়ায়, যখন কেউ সাহায্যের হাতটা বাড়ায়।
 যখন কেউ সময় বুঝে শুরুতে থাকে কিংবা শেষে থাকে, যখন কেউ নিজের জন্য ছোটো ভাগটাও মেনে নেয় বড়োটা ছেড়ে দিয়ে।
  
 যখন কেউ একজন শিশুকেও শিক্ষার আলোয় নিয়ে আসে।
  
 যখন কেউ মমত্ববোধে মৃত্যুপথযাত্রীর পাশে থাকে, অসুস্থ মানুষের সেবা করে, ক্ষততে একটু হলেও স্বস্তির প্রলেপ দেয়, চোখের জল মুছে দেয়, পথহারাদের পথ দেখায়, একাকী মানুষকে সঙ্গ দেয়।
 সত্যিই এইসব সামান্য কিছুও অনেক অর্থ বহন করে।
  
 সবচাইতে বড়ো কথা, যা আমরা প্রায়ই ভুলে যাই---এ পৃথিবীতে যা-কিছুর জন্য মৃত্যুকেও হাসিমুখে বরণ করে নেওয়া যায়, তা-কিছু আমাদের সহজে চোখেই পড়ে না! ছোট্ট এ জীবনে পুরো পৃথিবীর অগোচরে করা এইসব কাজই মানুষকে সুখে বাঁচিয়ে রাখে।
  
 আপনার এমন কিছু কাজ কেউই জানে না, কেউই দেখে না; অথচ ওইসব কাজই পুরো জীবনটাকে দেখায়।