আরেকটা উইয়ের ঘর/সাত

এখন দেবো না। আমাকে হঠাৎ মাদারীপুর যেতে হচ্ছে, কালকেই ফিরে আসবো। তোমাকে বললাম না খেয়ে নিতে?

ওহহ্‌! Have a safe journey.

ভাত খাইসো?

আমি খাবো তো, উইপোকা!

কখন?

কী কখন?

খাবে কখন?

খাবো না।

ওকে।

বের হয়েছ?

হুঁ। তুমি আমার কথা শুন না কেন? ওকে, ঠিক আছে।

শুনি তো!

সরি।

সরি কেন বলছ?

আমি তোমাকে খেতে বলেছি। তুমি শুন নাই।

ইচ্ছে করছে না খেতে। Appetite নেই।

সরি, আমি মেবি interfere করছি।

নারে, বোকা! আমি তোমাকে এইটুকু রাইট দিয়েছি।

আমি এখন স্পিডবোটে।

Be careful. সাবধানে বসো।

তোমার সেলফি দাও, তোমাকে দেখবো।

পাগল। আমার প্রোফাইলে যাও। দুইটা পিকের প্রাইভেসি পাবলিক করলাম, দেখো।

না, দেখবো না। লাগবে না।

ওকে। তাহলে প্রাইভেসি ঠিক করে দিচ্ছি। তুমি হেয়ারকাট দাওনি?

হুঁ।

হায়রে মুখফোলা উইপোকা! তোমার ওয়ালে আমি যেতে পারি, কিন্তু তুমি আমারটাতে আসতে পারো না, তাইতো? কারণ তুমি সেলিব্রিটি, আমি না।

………………………………………

জীবনের সেরা সপ্তাহটির গল্প, এই লেখাটার লিংক দিয়ো তো!……..Thanks.

………………………………………

তোমার ব্যাপারে যতই জানি, ততই অবাক হই।

নাও, এটা পড়ো।

আচ্ছা।…………এত বড়ো লেখা! তাও আবার শতাব্দী নামের কোনো এক সুন্দরীকে নিয়ে! আমি তো জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবো!

হাহাহাহাহা

এটা কী হলো? তুমি এত নিষ্ঠুর কেন?

এই ওঁচা বোঁচা পচা! তোর বাবুবাবু টাইপ জেলাসি দেখে হাসছি, আর কিছু না!

বোকা উইপোকা একটা! আমি তোমার লেখার কথা বলছিলাম। তোমার লেখাটা তোমার মতোই নিষ্ঠুর!………….কই গেলে?

আরো কিছু লেখার লিংক দিই। পড়ো।

এটা আগেই পড়েছি। কাঁদাতে চাইছো কেন?

এটা অবশ্যই পড়ো, এই নাও!

পড়েছি। বোকা পোকা!

কী শুরু করলে বলোতো! তোমার এই লেখা পড়েই একটা স্ট্যাটাস দিয়েছিলাম।

এই পাগল! কথা বলতে না চাইলে সেটা বলো। লেখা দিয়ে বিজি রাখতে চাইছো কেন?………দুপুর!

ক্রিটিক্যালি ভাবো কেন? আচ্ছা, ভাল।

তোমার লেখাগুলি পড়েছি। এই যে লাস্ট যেটা দিলে সেটাও পড়েছি। এর আগেরটা পড়িনি। তোমার জন্য তো সবই ………আচ্ছা, ভাল!

গান শুনি, একটুএকটু লিখি। তুমি কী কর, বাবুই?

শুয়ে আছি। সারাদিন একবারও জিজ্ঞেস করনি আমি কেমন আছি!

আমি আজকে অফিসে বিজি ছিলাম তো!

আমি আজকে অসুস্থ ছিলাম। তোমার লেখাগুলি পড়লে কী মনে হয়, জানো?

কী হইসে তোমার?

কিছু না। লেখার কথা বলছিলাম, বোকা!

লিখেছি কম একেবারেই।

কম হোক, তবু ভাল হোক।

আজকে ব্যক্তি আর গোষ্ঠী নিয়ে একটা লেখা দিয়েছি। পড়েছ?

না। জীবন আর ভালোবাসা নিয়ে যেগুলি লিখ, সেগুলি কীভাবে যেন আমার সাথে মিলে যায়! অদ্ভুত লাগে পড়তে!

ওটা পড়ো।

মনে হয়, তুমি কীভাবে জানো এইসব!?

কী বুঝলে, দেখো।

আমার কথাগুলি কীভাবে যেন বলে দাও! আচ্ছা, পড়বো।

……………………………..

এই! পচা! পাজি! ফাজিল! অসভ্য!

আমি কী করসি? আজব!

আমি ইনবক্সে কথা বলছি, আর সেটা তুমি স্ট্যাটাসে দিয়ে দিয়েছ!

হাহাহা! হ্যাঁ। তো?

ফাজিল উইপোকা! ইমোশনাল একটা কথা বললাম আর তুমি কিনা ওটা নিয়েও ফাজলামো করলে!

আমাকে বকা দেয়া যাবে না। শুধুই আদর করতে হবে। নাহলে আমি কান্না করে দিব।

আদর আদর আদর! করলাম। খুশি?

কচু।

আচ্ছা, আর করবো না।

আচ্ছা।

আদর করলেও প্রবলেম, না করলেও প্রবলেম!

তুমি কর না। তুমি মহিলা তালিবান!

হাহাহাহা………করলাম তো! তুমিই তো নিলে না!

হুম।

হুম ২!………তোমাকে এখন আমার ভয় হয়, দুপুর!

কেন?

তোমার লেখা পড়লে সত্যিই মনে হয়, তুমি ওকে চেনো বা আমার ব্যাপারটা খুব কাছ থেকে জানো।

কিছুই জানি না। তুমিও জানাওনি। কারণ তুমি আমাকে শেয়ার করার মতো কেউ ভাবো না।

শেয়ার তো করেছি। বাট আজকে যে লেখাটা দিয়েছ, ওটা আমাদের ব্যাপারটার সাথে অনেক মিলে যায়। ইন ফ্যাক্ট, তোমার বেশিরভাগ লেখাই মিলে! এইজন্যই খুব বেশি ওয়েট করছি তোমার পুরো লেখাটা পড়ার জন্য।

ওর নাম কী? কী করে? ও কি লেখালেখি করে? আমার সাথে ওর কী কী মিলে?

নাম বলবো না, তবে শুরুটা ‘S’ দিয়ে। বাইরে থাকে। জব করে। লেখালেখি করে না, কিন্তু অনেক পড়ে আর গান শুনে। ওকে আমরা আমাদের গানের আর্কাইভ বলতাম। যেকোনো গানের জাস্ট এক লাইন বললেই হতো, বলে দিত কার গান, গানের নাম কী। আর তোমার সাথে অনেক মিল। অনেক বেশি!

কী কী?

এভাবে বলতে পারবো না। তোমাদের দুজনের কথায় অনেক মিল। যখনই যা-ই বল না কেন, কিছু না কিছু মিলে যায়ই! অবাক লাগে খুব! তুমি কি জানো, ওর সাথে ব্রেকাপ হওয়ার পর থেকে তুমিই একমাত্র ছেলে, যার সাথে আমি ক্লোজলি কথা বলেছি? আমি ইউজুয়ালি কথা বলি না।

ওকে, বোলো না। আমি দুঃখিত।

তুমি কথাবলা বন্ধ করতে চাইলে করতে পারো। আমি কিন্তু ওর জন্য তোমার সাথে কথা বলি না। আমি তোমার জন্যই তোমার সাথে কথা বলি। বাকিটা তোমার ইচ্ছা।

বুঝলাম।

কী বুঝলে? যেতে চাও? নাকি থাকতে চাও?

ভালোই বল তুমি! যেতে চাই। খুশি তো এবার?

খুশি না।

মনে তো হয়।

আমি আগেই বলেছি। জোর করে আটকে রাখবো না। বাট আমি চাই, তুমি থাকো।

কেন চাও? নিজের কাছে এটার আনসার আছে?

ভাল লাগে, তাই।

মানে, জাস্ট মোহ! আচ্ছা।

মোহ! OK,again you do that! মেসেজ সিন করে রিপ্লাই না করাটা খুবই বাজে ম্যানার। অ্যানিওয়ে, ঝুলিয়ে রাখা ব্যাপারটা আমার পছন্দ না। Either you stay or you leave. That’s it.

OK.

State it!

তুমি সবসময়ই ওই এন্ডিং-এ চলে আস। ওকে চলে যাচ্ছি। ভাল থেকো।

আমি না, তুমি আস। OK, if you want that………I’m not happy about it……..but still…….

ইউ আর। বাই।

You too take care. You are not the one to judge. I know what’s in my mind!

ওকে সরি।

কেন?

এমনি।

এমনি কেউ সরি বলে না। আমার মনে হচ্ছে আমি জোর করে তোমাকে আটকে রাখছি। I’m sorry if I’m doing that. You wanted to leave. So, leave. Bye.

সরি বলার জন্য সরি।

দুপুর!

থাক তুই তোর মতো! বাই!

তোমার মতো করে রাখবে তো না, তাই আমাকে আমার মতোই থাকতে হবে।

ভালবাসিস আমাকে? বাসিস না। হুদাই!

‘ভালোবাসা’ শব্দটি আমার জন্য না। এই শব্দটির উপর থেকে বিশ্বাস অনেক আগেই উঠে গেছে।

তাহলে আমরা কেন কথা বলি? আমরা কী করছি আসলে?

কথা বলছি। কথা বলতে ভাল লাগে তাই বলছি। আমরা কেউই কাউকে ভালোবাসি না। এটাই সত্যি।

আচ্ছা।

আমি জানি না তুমি ওইদিন কেন এসব বলেছিলে।

জানবেও না কোনোদিনও। জানতে হবে না। ঘুমাও!

তুমি ঘুমাবে?

শুভ রাত্রি। আমি লিখবো।

ওকে। ভুল বুঝো না। ভাল থেকো, উইপোকা।

তুমি বেশি ভাল থেকো।

তুমি ভাল রেখো।

কীভাবে রাখবো? আমরা তো জাস্ট কথা বলি, আর কিছুই না। আমার কী ক্ষমতা ওতে?

কথা দিয়ে ভাল রাখা যায় না? ভালো তো বাসতে পারবে না।

যা ভাবো, তা-ই ঠিক।

অন্তত ভাল রাখতে তো পারবে! এটা আমাদের ভাবনা না। এটাই ঠিক তুমিও জানো।

………………………

যাও। আর আটকে রাখবো না। নিজেকে অপরাধী মনে হয়।

………………………..

হাসির ইমো দিয়ো না আর। তোমার হাসি সুন্দর।

……………………..

আবার! টা টা! আর হাসি দিয়ো না, বোকা!

……………………………

আবারো হাসি!

………………………………

বোকা উইপোকা একটা।

…………………………….

ধৈর্য পরীক্ষা করছ, না? এরপর কিন্তু যেতে দিবো না! আটকে যাবে তখন।

………………………….

হাসি! রেখে দিবো?

শ্রাবণী সেনের ‘আমার এ পথ’ গানটা শুনছি। এই, তুমি গান স্পর্শ করে দেখতে পারো? আমি পারি। শুভ রাত্রি।

পাগল ছেলে! শুভ রাত্রি!

একা মোর গানের তরী। শুনো।

এগুলি শুনছো এখন?

হ্যাঁ।

তোমার ডিস্টার্ব হচ্ছে।

খুব ভাল লাগছে।

আচ্ছা।

তোমাকে পাশে রেখে শুনছি।

বুঝতে পারছি। ইসসস্‌!

তোমার কোলে মাথা রেখে কখনও-কখনও………..আজি বিজন ঘরে………আহা, ইন্দ্রাণী!

মাথায় হাত বুলিয়ে দিই…………

যদি তারে না-ই চিনিগো সে কি। শুনেছ এটা? এটার সুর নকল করে বানানো একটা বিখ্যাত হিন্দি গান আছে। বলতে পারো, কোনটা?

আমি সেলিনা গোমেজ শুনছি। আচ্ছা, তুমি কি গান শুনতেশুনতে লিখ?

কখনওকখনও।

এখন?

এখন?…….শুনছি, লিখছি, বলছি।

কী বলছো? কাকে বলছো?

তোমাকে। এই এই এই! এটা শোনো। মজা পাবে।

লেখায় ডিস্টার্ব হচ্ছে না?

আচ্ছা শুনবো। ‘ভালোবাসি বলেই ভালোবাসি না’ গানটা শুনেছ?

হৈমন্তীর? হ্যাঁ! ভারি মিষ্টি গান!

তোমার কভার পিকটা অনেক বেশি কাছে টানে!

ধরতে ইচ্ছে করে দাড়ি?

দাড়ি না, গাল!

আচ্ছা।

টা টা।

ধূসর আঁধারে বৃষ্টি এসেছে। শ্রেয়া ঘোষালের। এই গানটা শুনবে, দেখবে। নিশ্চয়ই ভাল লাগবে। আমি ক্রাশ খেয়ে গেছি পুরাই।

কার উপর ক্রাশ খেয়েছ, সেটা বলো! আমি কিন্তু খুবই জেলাস টাইপের!

জানি।

কীভাবে জানো?

অনেক আগেই বুঝতে পেরেছি।

দুষ্টু উইপোকা! সব বুঝে যায় ছেলেটা!

সেটাও জানি।

ইসসস্‌! আর কী কী জানো?

আর কিছু জানি না।

যাক বাঁচা গেল! বেশি জেনে ফেললে প্রবলেম!

হ্যাঁ।

জ্বি, হ্যাঁ।

এটা জানি।

দেখলাম, তোমার একটা পিকে আমার একটা ফ্রেন্ড কমেন্ট করেছে। জেলাস!

কোনটায়?

কভার পিক! শুধু তোমার বউয়ের সাথে জেলাসি আসে না। ও একটু বেশি সুন্দর।

হাহাহাহা

হাসছো কেন?

এমনিই!

তুমি কি সত্যিই ওকে বিয়ের আগে শর্ত দিয়েছিলে ফেসবুক ইউজ করা যাবে না টাইপ?

আমি শর্ত দিই না।

তোমার পার্সোনাল লাইফ। সরি। ওরকম শুনেছি জাস্ট।

কার কাছ থেকে?

তোমার ছোট ভাইয়ের ফ্রেন্ড আমার মিউচুয়াল ফ্রেন্ড। খুব শোনাচ্ছিল তোমার কথা!

কে ও? নাম?

আমি কোনো রিঅ্যাকশন দিইনি দেখে উল্টো কথা শুনিয়েছে!

কথা শুনিয়েছে মানে? কী কথা শোনানোর আছে?

বলতে ইচ্ছে করছিল যে তোমার সাথে এমনি কথা হয়, বাট বলিনি।

কী নিয়ে কথা শুনিয়েছে? ওর নাম কী?

এটা আমাদের পার্সোনাল ব্যাপার। সবাইকে না বললেও চলবে। কথা শুনিয়েছে মানে হলো………..

ওর নাম কী?

নাম বলবো না।

বলবে না?

ওকে।

আমাকে তোমার ব্যাপারে অনেক কিছু বলছিল। আমি বলছিলাম আমি জানি। তখন বলছিল নিশ্চয়ই উনার পোস্টে কমেন্ট করেছেন কিন্তু রিপ্লাই পাননি। এইজন্য উনার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছেন না।

ওর নাম কী, বলো।

নাম বলবো না। তুমি চিনবে ওকে। তোমাদের এলাকার ছেলে। তোমার ভাইয়ের নাম মনে হয় সকাল। ওর ফ্রেন্ড।

……………………………..

You are gone! Good Night!

শুয়ে পড়লাম। ছিলাম না কিছু সময়। নাম বললে না কেন? ওকে তো কিছুই বলতাম না। নিজে একটু সতর্ক হতাম। এই আরকি! শুভ রাত্রি।

যাহ্‌ বোকা! ও তো তোমার প্রশংসা করছিলো!

ও আচ্ছা।

সতর্ক হওয়ার কিছু নেই।

তাহলে তো বলতেই পারো।

নাহ্‌!

যা-ই হোক, ঘুমাও। আমি গেলাম।

তুমি শুয়েছ? ওকে।

কালকে আবার ঝগড়া (read it, কথা) হবে।

পাগল!

হুঁ, শুয়েছি।

ঝগড়া করবো না।

টা টা। আমি করবো।

আমি কথা বলবো। তুমিও কথা বলবে।

আমি একশোবার ঝগড়া করবো। আসি………

আচ্ছা।

Good Night!

Good Night.

শুভ সকাল।

শুভ…………(বাকিটা তুমি জানো।)

একটার পর একটা স্ট্যাটাস প্রসব করতে পারো, অথচ মেসেজ দিতে গেলে গা জ্বলে যায়?

প্রসব করার আগে যে কিছু কাজ করতে হয়। আসো, ট্রাই করি।

স্ট্যাটাস প্রসবের কাজ, না অন্য কিছু?

প্রসব আরকি!

আপনি তো লাইক পাওয়ার আশায় স্ট্যাটাস প্রসব করেন! পাননি এখনো?

জ্বি, পেয়েছি।

তাহলে তো প্রসব করতে সমস্যা হওয়ার কথা না!

আলহামদুল্লিলাহ! আসি, কাজ শুরু করতে হবে। বাই।

ওকে!

দোয়া কইরো। আল্লাহ্‌ ভরসা!

শিওর! ফি আমানিল্লাহ!

যাতে ভাল খেলতে পারি, সে দোয়া কইরো।

খেলতে যাচ্ছ?

জ্বি। পাশের রুমে। টা টা।

তুমি ভালই খেলবে! টা টা।

হ্যাঁ, আর কেউ না জানুক, তুমি তো জানো।

পাগল। যার সাথে খেলবে, সেও জানবে। শুধু ভেঙেচুরে ফেলো না আরকি!

তুমি তো ভাঙোনি, সোনা!

আগে থেকে ভেঙেযাওয়া মানুষ আর নতুন করে আর কী ভাঙবে?

এতো কম নিতে পারো? ভাঙাই ছিলে?

কতটা নিয়েছি, তা কি জানো?

বলনি।

ভেঙেই ছিলাম, ভেঙেই আছি। …….. জিজ্ঞেসতো করনি!

করেছি। বলনি।

এমন কখনো হয়নি যে তুমি জানতে চেয়েছ, অথচ আমি বলিনি।

কী করছ?

ঘুমাচ্ছিলাম ওই সময়।

…………………………………

তোমার লেখা সবসময়ই ভালই হয়। নিজের সাথে কিছুটা মিল রেখেছ। রুড, অ্যারোগ্যান্ট, ফেমাস। মেসেজ সিন কর না, রিপ্লাই কর না, ইত্যাদি। আর আমার গল্পের সাথে তো তোমার লেখা সবসময়ই মিলে যায়, শুধুশুধু একজনকে ভালোবেসে যাচ্ছি। কেউকেউ কোনো কারণ ছাড়াই কাউকে ভালোবেসে যায়। ওদিকে কেউকেউ সব কারণ থাকা সত্ত্বেও কাউকে ভালোবাসে না।

কিন্তু হ্যাঁ, আগে থেকে অন্য কাউকে ভালো না বেসে থাকলে তোমার লেখার জন্য হলেও তোমাকে ভালোবেসে ফেলতাম। ভাগ্যিস! আমার এক্স আমাকে বড়ো বাঁচা বাঁচিয়ে দিয়েছে! নাহলে এখন যা কষ্ট পাচ্ছি, তার থেকে অনেক বেশি কষ্ট পেতে হতো!

আচ্ছা, একটু দেখো তো! প্রথম প্যারার সেকেন্ড লাস্ট লাইনটা। শিখতে নিতে পারে না? নাকি শিখে নিতে পারে না?

কেন?

মূর্খ মানুষ আমি, তাই মূর্খের মতো প্রশ্ন আরকি!

ও আচ্ছা। বুঝেছি। তোমারটা বেটার।

হুম! Lol………Thanks.

ও আচ্ছা, আমার ভুল হলো। তোমারটা রাইট। আমারটা রং।

আরে ধুউর! রঙ তো তোমার আছেই! But not wrong……….

না বাবু, রংই!

নারে, উইপোকা!

………………………………..

ওই! কী কর?

লিখি আর…………তুমি কী কর?

আর?

বাদ দাও।

কেন?

তুমি কী কর?

বসে আছি। বললে না আর কী?

কালকে থেকে আজকে পর্যন্ত ১৪ বার মাস্টারবেট করেছি। ব্যাপারটা ফ্রাস্ট্রেটিং। আহসানউল্লাহ আর ডিএমসি’র দুটো সেক্স টেপ দেখে এ অবস্থা। কালকে ৯ বার মাস্টারবেশন করার পর নিজের উপর মেজাজ হয়ে গিয়েছিল। অস্থিরতা কাটানোর জন্য সরাসরিই রাইট পোস্টে গিয়ে লেখাটা লিখলাম রাতে। লিখেই পোস্ট। ফলে লেখাটা হয়ে গেল ফার্স্ট ড্রাফ্‌ট। ভুল থাকতে পারে কিছু। লেখার পর মানসিক শান্তি পেয়েছি। এরপর আরও ৩ বার করেছি। আজকে সকাল থেকে ২ বার। এখনও দেখছি আরেকটা………এই আরকি!

………………………

শকড্‌?? বাদ দাও! তাই বলতে চাইনি। আসি, বাবুই। টা টা।

তোমাদের মতো অতোটা স্মার্ট হতে পারিনি যে!

স্টপ ইট। আমি বলতে চাইনি। তুমি শুনতে চেয়েছ।……………ইট ওয়াজ অ্যা ট্র্যাপ!

Sorry for that. My fault, I agree.

ওকে।

……………………..

তো আমাকে ব্লক করবে কবে?

না আম্মিজান, আপ্নেরে করমু না। আমি আপ্নেরে আইলাব্যু করি তো, তাই।

হাহাহাহা আম্মিজানরে তো পুলায় আলাব্বু করবেই!

হ, কিসু একটা মুখে আসছিল, থাক্‌ অফ যাই!

খারাপ কিছু হলে অফই যাও! আম্মিজান তো!

ইয়াপ বেইবেহ্‌!

উফফফ্‌!

………………………….

মেসেজ দেখেও না, আবার আসছে আলাব্বু মারাতে! ওকে গেলাম! বাই!

আমি তো বাজে। জানোই তো!

তুমি বাজে কি না জানি না। তবে এটুকু বুঝলাম যে আমি তোমার শুধু ফলোয়ার হওয়ারই যোগ্য, বন্ধু না। ভাল থেকো।

অ আইচ্ছা! আমি ঢাকায় আসছি। কালকে আর পরশু আছি। কিছু কাজে আসছি।

এবার অটোগ্রাফটা দিয়ে যেয়ো।

একটা লেখা দিলাম এইমাত্র।

দিলেই বা! মানুষ তো বসে থাকে কমেন্ট করার জন্য; অ্যাট লিস্ট, একটা ডট হলেও! সবাই তো আর আমার মতো না যে কমেন্ট করতে পারে না!

সেটাই তো!

হুম সেটাই!

হুম।

…………………………………….

যত্তসব! সেই প্রথম থেকেই তুমি আমাকে ইগ্নোর করে আসছো!

ঘুম ভাঙল?

ঘুম তো ভাঙে ভোরে! এখন তো আর বেকার নই।

খুবই ভাল! ভাল আছো তো?

আছি কোনোরকম। তুমি কেমন আছো? এত অনীহা কেন আমার ব্যপারে?

সত্যি ভুল বুঝছো। অনীহা নেই। আগ্রহ আছে। ছিল। থাকবে। আমি আছি বেঁচেই।

আগ্রহের বুঝি এই লক্ষণ?

ঠিক বুঝতে পারছি না। উইপোকা, কী হয়েছে তোমার?

জানি না, উইপোকা। হয়তো তোমাকে অনেক মিস করি, তাই এভাবে জ্বালাই।

আমিও মিস করি। But we weren’t made for each other. I love you.

I might sound cheap but I really miss you, Uipoka!

সত্যি ভালোবাসো? তুমি অনেক দামি আমার কাছে। চিপ হ‌ওয়ার তো প্রশ্নই আসে না!

না, আজ মিস করার কথা এভাবে বলছি, ব্যাপারটা কীভাবে নেবে, জানি না তো, তাই ব্যাখ্যা দিলাম।

আমি নিজেই অতো ভেবেটেবে তোমার সাথে কথা বলি না।

কেন অমন করো!

এই!

জ্বি……..তুমি খুব ভাল করেই জানো তোমার এক ডাকে আমার সব এলোমেলো হয়!

শুভ সকাল।

শুভ দুপুর।

চোখ কেমন আছে?

চোখ আছে ভালই! I’ll confess something to you. Not today but someday!

আমার বুদ্ধি অ্যাপ্লাই করছ, পোকা!

কীরকম?

আমি নিজেও একসময় বলতাম, আজকে না, আরেকদিন।

তোমার কাছ থেকে শেখার শেষ নেই, উইপোকা! তবে এটা শিখে বলিনি। অনেকদিন ধরেই ভাবছি বলবো। বলা হয়ে ওঠে না।

বলো। শুনতে চাই।

তুমি বিশ্বাস করবে না দেখেই বলা হয় না।

করবো। কথা দিলাম। বলো।

একেবারে প্রথম থেকেই তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। সেলেব্রিটি ক্রাশ না। সত্যিসত্যিই প্রেমে পড়েছিলাম। উথালপাতাল এলোমেলো প্রেম যাকে বলে। যেদিন নক দিলে, কী যে পাগলপাগল টাইপ খুশি ছিলাম! সত্যি বলতে, তখন তুমি যদি কোথাও নিয়েও যেতে, আমি চোখ বন্ধ করে তোমার সাথে চলে যেতাম। ভুল কি ঠিক বিচার করতাম না। কিন্তু একদিন তোমার একটা লেখা দেখে খুব হোঁচট খেয়ে অনেকটুকু পিছিয়ে গিয়েছিলাম।

কোন লেখা?

মনে নেই।

মনে করো, পোকা। আমার জানতে ইচ্ছে করছে।

মেয়েদের নিয়ে লিখেছিলে।

মেয়েদের নিয়ে তো কতকিছুই লিখেছি!

হ্যাঁ, কিন্তু ওখানে এমন কিছু লিখেছিলে যে যেকোনো মেয়েকেই চাইলেই পটানো যায়, শুধু ভিন্ন মেয়ের জন্য ভিন্ন কৌশল অবলম্বন করতে হয়; কিন্তু সব মেয়েই পটে!

আচ্ছা। সত্যি মনে নেই। বাদ দাও ওসব।

ঠিক আছে।

নিজের দিকে খেয়াল রেখো।

জ্বি। তুমিও।

হুঁ।

হুঁ?

মানে, শুনলাম।

ওহ্‌!

………………………………….

উই, কেমন আছো?

আছি, খারাপ না।

তুমি কেমন আছো উইপোকা?

আছি, খারাপ না।

কেন আমার মেসেজটাই কপি করতে হলো?

আমার মাথায় ঘিলু কম, তাই।

ভাব!

ওটা তোমার ডিপার্টমেন্ট!

কচু!

আলু!

হিহিহি…….

হুঁউউউ……..

ভালোবাসি।

অনেক বেশি?

আমি?……..ঠিক বলেছ!

………………………………………….

একটা লেখা দিলাম, একটু আগে। পড়ে দেখো তো, কেমন হলো!

কখনো কি কষ্ট ছাড়া কিছু দিতে শিখেছ?………একদিন একজনকে বলছিলে, সব কমেন্ট পড়ো, নাহলে ব্লক কর কীকরে! আজ একটা কমেন্ট করলাম। পারলে খুজেঁ বের করো।

…………………………………….

বাহ্‌! খুজেঁ পেয়েছ, দেখছি! আবার পোস্ট এডিটও হয়ে গেছে! বেশ বেশ!

………………………………………

রিপ্লাই করতে কষ্ট হয় বুঝি? আচ্ছা, আবারও কমেন্ট করা বন্ধ করে দিচ্ছি!