আয়ুর মন্ত্র

খুঁজছি তারে
পৃথিবী-মাঝারে,
পাই না কোথাও দেখা;
খুঁজি তারে যত,
সরে দূরে তত,
হয়ে যায় ক্ষীণ রেখা।




ধরি ধরি করি,
ধরতে না পারি,
যায় ফেলে অতল পাথারে;
ডেকে ডেকে সারা,
পাই নাকো সাড়া,
ঘুরে মরি কেবল আঁধারে।




ছুটে ছুটে যাই,
কোথা নাই ঠাঁই,
ফিরে আসি একা কেঁদে;
বুঝেও বুঝি না,
মোহের কী ছলনা,
রাখি নয়ন দুটি বেঁধে।




জানি না তো ছাই,
কেন এত তারে চাই,
কেন সইছি এমন যাতনা;
নিরাশার এই বেদনা,
কারণ‌ও যার অজানা,
ব‌ইছি এ কেন, জানি না।




মোহের এমন ঘোর,
মায়ার কঠিন ডোর,
ভেঙেও যেন ভাঙে না;
আরও আরও চাই,
পাই যেটুক‌ই পাই,
কামনা যেন মেটে না।




সুখী হব, ভাই,
ছুটে চলি তাই,
গেছি হয়ে পুরোটা যন্ত্র;
যত যা-ই করি,
বিত্ত যত‌ই ধরি,
এক শান্তিই আয়ুর মন্ত্র।