আমি পূর্ণতা চাইনি

আমি পূর্ণতা চাইনি। পরিবর্তে অতৃপ্তি অথবা
সংশয় প্রত্যাশী। তীব্র দুঃখ নিয়ে আমি খেলা করব
কিছুক্ষণ। প্রত্যহের অস্তাচলে বেদনাজড়িত
অতীত নিঃসঙ্গ হবে। তারপর বিরক্ত বিরলে 
ছুড়ে দিয়ে রৌদ্রালোকে ফুটে উঠব স্মৃতির নিকটে।


আমি পূর্ণতা চাইনি। অলক্ষিত ক্লান্তি মনোলোভা। আপাত দুঃখের উৎসে আমি স্থির তুলে ধরব
পূর্ণ পরিণতি৷ তাই পৌরাণিক সমুদ্রে স্খলিত পিপাসার প্রতিধ্বনি। আর্দ্র বায়ু বৃষ্টির সরলে
জন্মলগ্ন। শুধু তৃষ্ণা বক্ষজোড়া বালুকার তটে।


প্রতিকূল হাওয়া। তবু ঊর্ধ্বে জ্বলে শিখার সাধনা। সমুদ্র মন্থিত হলে কণ্ঠস্থিত দুঃখ হয় স্মৃতি।
বিষণ্ণ বৃক্ষের মূলে আমি আর কখনও যাব না। সহৃদয় রৌদ্রে কাঁপে প্রতিধ্বনি, সৌভাগ্য প্রভৃতি।