আবহসংগীত

মুহূর্তেরা চুপ।
পৃথিবীটাও হঠাৎ থমকে গেল,
যখন তুমি জিভ রাখলে ফোটা-পদ্মে।




খুলে গেল স্বর্গের দরোজা।
শিরায় শিরায় উর্বশীদের নৃত্য—
আমাদের সঙ্গমধ্বনি সেখানে আবহসংগীত।




এ শরীরে রচিত হলো অমরাবতী
তোমার স্পর্শে,
বুকে উড়ল জয়পতাকা
তোমার জয়ে।




ধনুকের টংকারে প্রকম্পিত ইন্দ্রাণীলোক,
অন্তরের দেবী যেন গাইছেন স্তব মুহুর্মুহু…
আজ সঙ্গমে জেগেছে জীবন
মৃত্যুকে তুচ্ছ করে!




বন্য হে! ওঠো জেগে!
জাগাও যত নিদ্রাচ্ছন্ন প্রাণ,
তোমার সুধায়-ক্ষুধায়, অমৃতরসে
আজ করো আমায় ধন্য!
Content Protection by DMCA.com