না ছোঁয়ার হাহাকার

ইচ্ছে করে, যেখানেই তুমি রাখো ঠোঁট,
দিই চুমু সেখানে এঁকে;
কী হবে থেকে তোমাকে ছেড়ে
শুধু স্মৃতিদের বেঁধে রেখে?




ইচ্ছে করে, যেদিকে দু-চোখ মেলো,
যাই সম্মুখে চলে তার;
ফুরোয় জীবন, তবু ফুরোয় না প্রেম,
বেঁচে থাকে তোমাকে না ছোঁয়ার হাহাকার।




ইচ্ছে করে, বুকে জাপটে ধরি জোর করে,
আঁকি সোহাগে দংশন;
করি গতিরোধ, বলি সামনে গিয়ে,
প্রতিরোধ আর মানছে না যে মন!




ইচ্ছে করে, কাঁদি আকুল হয়ে
তোমার বুকের দেয়ালঘরে;
এতদিন পরও ভুলিনি কেন আজও…
কেন তোমাকেই মনে পড়ে!




ইচ্ছে করে, বাজাই শিবের মতো ডমরু,
তাণ্ডবে জাগাই ঋত;
করি ছারখার সব স্মৃতিকে তোমার,
দিই ওদের নাম মৃত।




আমার ইচ্ছে যত, রয় সবই ইচ্ছে হয়েই,
শুধু আশায় বাঁচে এ মন;
সব যদি যেতাম পেয়েই,
হতো হয়তো নষ্ট পুরো জীবন!