অনির্ণেয় ব্যাধি

রক্তে চিনির পরিমাণ?
একদমই বাড়তি নয়।

ইউরিন, স্টুল?
পুরোপুরি স্বাভাবিক।

ব্লাডে কিছু পাওয়া গেছে?
ওখানেও সব ঠিকঠাক।

এক্স রে হলো। লাঙ্ একেবারে পারফেক্ট!
রক্তচাপ... তা-ও ঠিক আছে।
হার্টেও কিছু নেই।

তাহলে গণ্ডগোলটা বাধল কোথায়? অমন ব্যথা করে যে?

ডাক্তার কিছুই বুঝতে পারছেন না।
রোগিনী ডাক্তারের মুখের দিকে বোকার মতন তাকিয়ে আছে।

রোগিনীর বুকে ব্যথা হয়।