অনির্ণেয় ব্যাধি

রক্তে চিনির পরিমাণ?
একদমই বাড়তি নয়।

ইউরিন, স্টুল?
পুরোপুরি স্বাভাবিক।

ব্লাডে কিছু পাওয়া গেছে?
ওখানেও সব ঠিকঠাক।

এক্স রে হলো। লাঙ্ একেবারে পারফেক্ট!
রক্তচাপ... তা-ও ঠিক আছে।
হার্টেও কিছু নেই।

তাহলে গণ্ডগোলটা বাধল কোথায়? অমন ব্যথা করে যে?

ডাক্তার কিছুই বুঝতে পারছেন না।
রোগিনী ডাক্তারের মুখের দিকে বোকার মতন তাকিয়ে আছে।

রোগিনীর বুকে ব্যথা হয়।
Content Protection by DMCA.com