সাধের কুহকে কেঁপে

 
কখনও যদি মৃত্যুও আসে,
এসে ঠায় দাঁড়িয়ে থাকে
এই দরোজার ঠিক ওপারে,
যদি শীতলকণ্ঠে মৃত্যু বলে,
সময় হয়েছে, এবার চলো!


সেদিনও আমি মৃত্যু দেখে হাত উঁচিয়ে
ওকে থামিয়ে দেবো। দাঁড় করিয়ে দৃপ্তস্বরে ফেলব বলেই,
থামো ওখানে! এসো না কাছে! এখুনিই নয়!
এখনও আমার প্রিয়জনকেই দেখার বাকি!


তোমায় এত দেখেও হলো না দেখা সাধ মিটিয়ে!
ধুলোয় মাখা এই দুচোখে রইব চেয়ে পথের বাঁকে,
তোমার প্রতীক্ষাতে ঠিক থাকব জেগে মৃত্যু এলেও!
Content Protection by DMCA.com