১. তোমার ত্বক, আমার আঙুল, আমাদের স্বর্গ। ২. আমি যেতে দিচ্ছি। আমি চেষ্টা করছি। এই চেষ্টা করাটাই একধরনের ভালোবাসা। কেউ কোনোদিন আমাকে ধরে রাখতে চেষ্টা করেনি। ৩. - বেঁচে থাকার জন্য তুমি কী করো? - আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি। ৪. তোমাকে কষ্ট না দেবার জন্যই আমি নিজেকে ক্ষমা করে দিয়েছি। ৫. ছোটোলোকের সঙ্গেও ভালোভাবে কথা বলতে হওয়া...এ এক নিদারুণ শাস্তি! ৬. আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখাই ভালো। বাস্তবে তা দেখলে সহ্যই করতে পারতাম না! ৭. মানুষ কেবলই হৃদয়ে আঘাত পায় না, মাঝে মাঝে মনেও আঘাত পায়। ৮. দুঃখ পাচ্ছ আর পাচ্ছই; এমন সময় হঠাৎ, সেতুটা ভেঙে গেল! এখন তোমার মধ্যে আর কোনও অনুভূতি কাজ করে না। ৯. নিজের সুখকে অন্য কারও হাতে রেখো না। রাখো যদি, সে ফেলে দেবে। ওরা ফেলে দেয়। ১০. একদিন আমাদের আকাশ খুঁজতে হতো না। একদিন আমাদের মধ্যেই আকাশ ছিল। চলো, সেদিনে ফিরে যাই! ১১. অত ভেবো না। ভাবো যদি, হৃদয় ভাঙলে তোমারটাই ভাঙবে, অন্য কারও নয়। ১২. শীতের প্রকৃতিকে দেখো। নিজেকে কেমন লুকিয়ে রাখে বসন্তের অপেক্ষায়! নিজেকে অমন লুকিয়ে রাখতে পারাটা খুব জরুরি। ১৩. সবচাইতে সুন্দর ঢেউটিকেও ভাঙতে হয়, নিজেকে ওরকম সুন্দর আকৃতিতে নিয়ে আসার আগে। ১৪. লোকে যেখানে নিজেকেই চেনে না, সেখানে ওরা তোমাকে নিয়ে কী ভাবে, তার আদৌ কি কোনও মূল্য আছে? ১৫. আমার বার বারই ভয় হচ্ছিল, আমি বুঝি ভেঙে যাব। ভেঙে আমি গিয়েছিলামও। ওটাই ছিল আমার জীবনের শুরু। ১৬. যদি প্রকৃতির কাছ থেকে শিখতে পারতাম, তবে প্রকৃতিই আমাদের বাঁচিয়ে রাখত। ১৭. মানুষ কখনও শুধুই মন, কখনওবা শুধুই দেহ। ১৮. হৃদয়ঘরে, কক্ষের কোনও শেষ নেই। পুরোটা হৃদয়জুড়ে থাকতে চাওয়াটাই তাই বোকামি। ১৯. ভাবনার কেন্দ্রে থাকে আরেকটা ভাবনা। সেই কেন্দ্রের কেন্দ্রে থাকে শুধুই শূন্যতা। ২০. - এত কিছুর পরও, তুমি ঈশ্বরের জাদুতে বিশ্বাস করো? - অবশ্যই করি!