ভাবনার বনসাই: একুশ

(বৃষ্টি নিয়ে)


১. আমি কাঁদছি,
আর তখনই কিনা বৃষ্টি এল!
আমার সঙ্গে টেক্কা দেয়!
সাহস আছে…!


২. কাল প্রেমের ছাটে
চোখ ভিজল।
আজ বৃষ্টির ছাটে
গা ভিজল।
একেই বলে সময়ের সময়জ্ঞান!


৩. চলে যেয়ো না,
মাত্রই বৃষ্টি নামল!
দু-জন মিলে
আরও একটু কাঁদি?


৪. বৃষ্টির কাছে শিখি,
কান্না জলদি থামাতে নেই।


৫. আমার শহর
বৃষ্টির শহর।
সে বৃষ্টি…
হোক চোখে
কিংবা আকাশে।


৬. আজ সকালে
হঠাৎ ভাবলাম,
এত বৃষ্টি কেন?
আমি কেমন আছি,
আকাশ জানল কী করে!


৭. বৃষ্টির ফোঁটা ঠোঁটে,
কান্নার সুখ চোখে।


৮. বৃষ্টি থইথই;
কাগজের নৌকো,
অপাপবিদ্ধ প্রেম…
কই…কই!


৯. ভিজতে চাইলে
বৃষ্টি থামলেই এসো।
…আমার অশ্রুই যথেষ্ট!


১০. মেঘ যখন গর্জে ওঠে,
আমার ভেতর থেকে
তুমিও তখন শাসাও!


১১. হাওয়া দেখে
সাহস পেয়েছিলাম!
হায়, ঠিক তখনই
বৃষ্টি নামল!


১২. সারারাত বৃষ্টি।
সারারাত কান্না।
সকালের হাসিতে
রাতের রং!


১৩. যদি ভালোবাসার নাম হয় রৌদ্র,
এসো তবে,
দু-জন মিলে বৃষ্টিতে ভিজে গল্প বানাই!


১৪. আকাশ খোলা,
যেমন খুশি কাঁদতে পারে!
ঘরটা বদ্ধ,
ছায়ায় বসে অশ্রু দেখি!


১৫. যে বৃষ্টি তোমার কান্না লুকোয়,
আমার কান্নাই সে বৃষ্টি লুকোয়।


১৬. বৃষ্টির দাগে দাগে আজ
শুধুই কান্নার ঘ্রাণ।
কতদিন হয়ে গেল,
বৃষ্টির ঘ্রাণ পাই না!


১৭. বৃষ্টি ছুঁলেই
চোখ পুড়ে যায়!


১৮. তুমি চলে গেলে,
আর অমনিই বৃষ্টি নামল!


১৯. তোমাকে বৃষ্টি ভেবেছিলাম!
আর তুমি কিনা মেঘই ছিলে!


২০. এখনই বৃষ্টি নামবে!
তুমি আর আমি!
কালকের বৃষ্টিতে আমার কবরের মাটি ভিজুক,
আফসোস নেই!
Content Protection by DMCA.com