রাখো যদি পাশে

 
জমা তো আমি রাখিনি কিছুই নিজের কাছে,
আলগোছে আজ দিয়েছি সবই, যতটা আছে।


যদি বলো, আরও কিছুদূর…আর কতদূর চাও?
সুধাও যদি আরও কিছু মায়া, যত নেবে, নাও।


এবার যদি আমিও কিছু আর্তি জানাই,
রাখবে, বলো?
যদি বলি, কখনও দিয়ো না বকে কারও সামনে,
যত হোক ভুল, বকে দিয়ো পরে, রাখবে কি তা?
যদি বলি, তোমার যত অভিযোগ কিবা অনুযোগ আছে,
আমার প্রতি যতটাই ক্ষোভ, তার সবটাই
আমাদের এক ছোটঘর আছে, আছে চারটি দেয়াল,
সেখানের মাঝে আটকে নিয়ে, আমায় বোকো যত খুশি?
বলে দিয়ো সবই, যা-কিছু আমার ভুল হয়েছে?
তবু কোরো না ছোটো অন্যের কাছে…রাখবে এটুক?
যদি বলি, আমার দোষ যা আছে,
সে দোষের বিচার কেবল তোমাকেই সাজে!
আমার ভুল আছে যত,
সে ভুলের মাশুল করতে আদায়,
আমি পড়তেও রাজি তোমার দুপায়!
শুধু বলো, আর জানবে না কেউ?


আমি তোমার যতটা আমি,
তোমার কাছে আমার যতটা চেনা,
তার কণামাত্রও করবে না বলো খোলসছাড়া?
যদি বলি, চাও তো, আমায় বেঁধে জখমই কোরো,
তবু চারদেয়ালের বাইরে কখনও বোকো না আমায়,
রাখবে সে-কথা?


চাও তো কোরো এ মনে ক্ষত ইচ্ছে যত!
যদি বলি, আমাকে মায়ায় বাঁধো যেমন করে,
যেভাবে করে আদরে লুকাও, ঠিক সেভাবেই
করবে শাসন ইচ্ছেমতন, শুধু আড়ালে রেখে?


যদি চাও তো বকেই দিয়ো যেমন খুশি,
যদি চাও তো কোরোই ক্ষত যেভাবে খুশি,
যদি চাও তো বোলো আমাকে যা আসে মনে,
যদি চাও তো কোরো পরাজিত প্রতিমুহূর্তেই কারণে অকারণে,
তবু কখনও ছুড়ো না গ্লানি আমায় অন্য লোকের সামনে রেখে।
এই অনুরোধ রাখবে, বলো?


আমার যা-কিছু অপূর্ণ আছে, তার সবটাই জেনে নিয়ো যেচে,
আমার যত ভালো কি খারাপ, তার সবটার হিসেবও রেখো,
আমার যত ভুলের পাহাড়, শুধরে দিয়ো যেমন খুশি!
যা-কিছু রয়েছে তোমার আমার, শুধু দুজনের,
যা-কিছু আছে শুধু আমাদের, দোহাই তোমার,
অপরের কাছে সস্তা দরে তা দিয়ো না বেচে!
তোমার সাথে বেঁচে থাকব আমৃত্যুই, মনে বড়ো সাধ!
শুধু আর্তিগুলি ভুলে যেয়ো না! যাবে, বলো?
Content Protection by DMCA.com