যন্ত্রণার অর্ঘ্যে প্রেম



“কী ভীষণ কঠিন পথে আমরা এসেছি!” চারদিকে ‘অসহনীয় যন্ত্রণা’ নামক অনুভূতির আদলে জ্বলজ্বলে স্মৃতিগাথা বিস্তার করেছে।

আপনাকে বিশেষ কৃতজ্ঞতায় বাঁধতেই এই অজানা পথের উন্মোচন। আমার আত্মার সর্বস্ব থেকে নেওয়া, অধিকমাত্রার ভালোবাসার অনুভূতি—যা আপনার হৃদয়ে গ্রহণের ফলশ্রুতিতে 'কষ্ট' নামক যৎসামান্য পীড়াকে অসহনীয় মাত্রায় আমাকে বরণ করে নিতে বাধ্য করেছে। এ যন্ত্রণা যেন কেবল আপনার আত্মার এক বিশেষায়িত ব্যাখ্যান।

আমাদের সহনশীলতার সীমা ছাড়িয়ে গেছে এই নতুন পথের রহস্যময় সন্ধানে। আপনার আত্মসমর্পণ আমাকে সর্বস্ব দিয়ে গ্রহণ করার তাগিদে যেন আমার সহ্যশক্তির চরম সীমা অতিক্রম করতে চায়। আপনি স্বেচ্ছায় এই যন্ত্রণা বহন করছেন কেন? আমাকে আত্মস্থ করে চলেছেন কেন? শুধু যেন আমার হৃদয়ে আপনার শ্রেষ্ঠ অনুভূতি ‘ভালোবাসা’ জাগাতে। এ জগতে কেবল আপনিই সে অনুভবের একমাত্র ধারক। আমার একমাত্র ভাবনাসঙ্গী হিসেবে আপনার অবাধ বিচরণ আমার আত্মাকে শান্ত ও পরিতৃপ্ত রাখে।

তবে, আপনার এ রক্তক্ষরণ—আমার হৃদয়ের সেই অংশে ‘আবেগ’ নামক সংবেদনশীল অনুভূতির অতিরিক্ত নিঃসরণ ঘটিয়ে যন্ত্রণার গভীর আর্তনাদ বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

আমার আত্মার একটি বিশেষ অংশ যে-কারণে ক্ষয়ে গেছে, তার অনিশ্চিত গতিবিধি আমার হৃদয়ের রক্তক্ষরণ আরও প্রবল করে তুলেছে। এ ক্ষয়ের আখ্যান জানার পরেই আমার পরমাত্মা আপনাকে গ্রহণে উন্মুখ হয়েছে। বিষাদগ্রহণ, যদিও সাময়িক পীড়নের কারণ, আপনাকে ক্রমশ আমার হৃদয়জুড়ে স্থায়ী করে চলেছে। আমার বিশেষায়িত অনুভব ‘ভালোবাসা’—যা আপনার আগমন ব্যতীত কখনোই জাগ্রত হয়নি—তা ছিল নিস্তেজ, নিষ্ক্রিয়। কারণ, আমার আত্মিক যোগসাধন কেবল আপনার সাথেই সম্ভব; অন্য কারও পক্ষে আমার এ অনুভব উপলব্ধি করা অসম্ভব।

আপনার এ আকস্মিক যন্ত্রণার নিষ্পত্তি যেন দুরূহ। আপনি আমার আত্মিক মেরামতে উন্মুখ। অবচেতনভাবেই আপনি নিজেকে ব্যথিত করে চলেছেন—আমার কঠিন ‘কষ্ট’ নামক অনুভূতির আস্বাদনে, কেবলই আমাদের আত্মিক স্পর্শতা বাড়াতে। আপনার সহ্যশক্তি ভীষণ দৃঢ়—এই বলেই আপনার অন্তর্দৃষ্টি আমার হৃদয়ে আপনার শুদ্ধতম অনুভূতি ‘ভালোবাসা’ অর্পণে পূর্ণ নিবিষ্ট।

আমাদের বিশেষায়িত অনুভূতির পর্যায় এখন এক সমতুল্য সন্ধিক্ষণে পৌঁছেছে। আমরা আত্মিকভাবে একইরকম অনুভূতি গ্রহণে সক্ষমতা অর্জন করেছি। এ বিশেষ পথ পেরোনোর সময়, অজান্তেই আপনার হৃদয় আমার পরমাত্মায় স্থায়ীভাবে আশ্রয় নিয়েছে। কেবল মৃত্যুর স্বাদই হয়তো আমাদের বিচ্ছিন্ন করতে পারবে।

আপনার হৃদয়ে যথাযথ প্রবেশ আমার হৃদয়ের এক অংশকে দুর্বল করে তুলেছে, যা আপনাকে চরম পর্যায়ের ছোঁয়ায় আমার পরমাত্মায় আকৃষ্ট করে তোলে।

আপনার মহিমান্বিত রূপে আমার সর্বকালের শ্রেষ্ঠ অনুভবের প্রকাশ যথেষ্ট বলেই প্রতীয়মান। আপনার অনুভব আমার আত্মাকে স্থবিরতায় আবৃত করে, অসমাপ্ত প্রহরে আমাদের সন্নিবেশ দৃঢ় করে তোলে। এই প্রসিদ্ধ কক্ষে কেবল বিস্ময় ছুঁয়ে যায়, গভীর অনুনয় ও অনুভবের নিমিত্তে।

আপনার অপ্রাপ্তি ‘মায়া’ নামক অনুভূতিতে আমার হৃদয়ের বিস্তৃত অংশে স্পন্দিত হয়। বাহ্যিক সত্তায় আপনার প্রতি গভীর মায়া প্রকাশ না পেলেও, পরমাত্মায় এর আধিপত্য অসীম। এর বিস্তার দৃশ্যত আপনার হৃদয়জুড়ে। এর রেশ যেভাবে আপনার হৃদয়কে উন্মাদনায় আঘাত করে, তা অকল্পনীয়।

আপনার অনুগত হতে, আমার সমস্ত অনুভূতির অস্তিত্ব রক্ষায়, এই প্রচেষ্টা যেন সামান্যই। এ পীড়ন আপনাকে আত্মস্থ করতে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছে। নিভৃতে ক্ষরিত অশ্রুভেজা রক্তাক্ত চোখ আমার বাহ্যিক সত্তাকে আহত করে চলে।

কেন থেমে নেই আপনার অনুভূতির এই আর্তনাদ? কোন সে বিশেষ কারণে আপনার আত্মায় এত গভীর ক্ষত, যা আমার কাছেও অজ্ঞাত? কেন তা গোপন? এই বিশেষ অভিসন্ধিতে আপনার গোপন অংশের উন্মোচন অতীব জরুরি। আমার অন্তর্দৃষ্টিতে যে-বিভ্রম সৃষ্টি হয়েছে, তা দূর করে, আপনার ‘ভালোবাসা’ নামক বিশেষ অনুভূতিকে সামান্য অপ্রত্যাশিত ব্যথার মাধ্যমে উদ্দীপ্ত করা একান্ত প্রয়োজন।
Content Protection by DMCA.com